- এই মুহূর্তে দে । শ
- মার্চ ২২, ২০২৪
কেজরিওয়াল আবগারি নীতির মূল যড়যন্ত্রকারী, আদালতে দাবি ইডির
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আবগারি দুর্নীতির মূল ষড়যন্ত্রকারী। শুক্রবার রাউস অ্যাভিনিউ আদালতকে এমনই জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির দাবি পাঞ্জাব এবং গোয়ার নির্বাচনের জন্য ১০০ কোটি টাকা চেয়েছিলেন কেজরিওয়াল। এর মধ্যে ৪৫ কোটি টাকা গোয়ার নির্বাচনে ব্যবহার করা হয়েছিল।
বৃহস্পতিবার গভীর রাতে কেজরিওয়ালকে গ্রেপ্তার করে আজ আদালতে পেশ করে ইডি। দিল্লির মুখ্যমন্ত্রীকে ১০ দিনের হেফাজতে চেয়ে আদালতের কাছে আবেদন জানান অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু। এদিন শুনানির সময় এসভি রাজু আদালতকে বলেন, ‘কেজরিওয়াল সরাসরি আবগারি নীতি প্রণয়ন এবং অপরাধের সঙ্গে জড়িত ছিলেন।’ আদালতকে রাজু আরও বলেন, ‘নীতিটি এমনভাবে তৈরি করা হয়েছিল, যাতে ঘুষ নেওয়ার রাস্তা প্রশস্ত হয়। আম আদমি পার্টি এবং দক্ষিণের ব্যাবসায়ীদের মধ্যে মধ্যস্থতাকারী ছিলেন বিজয় নায়ার। মূল হোতা ছিলেন কে কবিতা, যিনি ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন।’
কেজরিওয়ালের বিরুদ্ধে ইডি আদালতে আরও জানিয়েছে, বিজয় নায়ার অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির কাছাকাছি বসবাস করছিলেনএবং মুখ্যমন্ত্রীর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছিলেন। এছাড়া কেজরিওয়াল পাঞ্জাবের বিধানসভা নির্বাচনের জন্য দক্ষিণের কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে ১০০ কোটি টাকা দাবি করেছিলেন। কেজরিওয়াল নাকি কে কবিতার সঙ্গে নিজেই দেখা করে তাঁকে বলেছিলেন, আবগারি নীতিতে একসঙ্গে কাজ করা উচিত। সমস্ত মদ ব্যবসায়ী একটা নির্দিষ্ট পরিমাণ নগদ অর্থ প্রদান করেছে। আদালতকে এমনই জানিয়েছে ইডি।
দক্ষিণের মদ ব্যবসায়ীদের কাছ থেকে প্রাপ্ত প্রায় ৪৫ কোটি টাকা ২০২১–২২ সালে গোয়ার নির্বাচনের প্রচারে আম আদমি পার্টি ব্যবহার করেছিল বলে আদালতকে দাবি করেছে। বিপুল পরিমান অর্থ হাত বদল হয়েছে বলেও ইডি দাবি করেছে। সহযোগীদের এই ভূমিকার জন্য কেজরিওয়াল দায়ী বলে আদালতকে জানিয়েছে ইডি।
এদিকে, এদিন বিকেলে আদালতে নিয়ে যাওয়ার সময় কেজরিওয়াল বলেন যে, তিনি জেলের ভিতরে বা বাইরে যেখানেই থাকুন না কেন, তাঁর জীবন দেশের জন্য উৎসর্গীকৃত। এদিকে কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতে দাবি করেছেন, ইডি এখনও পর্যন্ত যা অভিযোগ করেছে তার সরাসরি কোনও প্রমাণ দিতে পারেনি। তিনি আরও জানিয়েছেন, ‘এই দুর্নীতির মামলায় যাদের জেরা করা হয়েছে তারা কেউ কেজরিওয়ালের নাম সরাসরি করেনি। কাজেই একে কোনও ভাবেই কেজরিওয়ালকে এই দুর্নীতি কান্ডে কিংপিন বলে দাবি করা যায় না।’
❤ Support Us