- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ১৯, ২০২৩
রেশন দুর্নীতির তদন্তে জ্যোতিপ্রিয়র দফতরে ইডি হানা, বনদপ্তরের অফিসে কেন্দ্রীয় বাহিনী
রেশন দুর্নীতিকাণ্ডে এবার সল্টলেকের অরণ্যভবনে ইডি হানা। বনদপ্তরে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘরে তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা। বনদপ্তরের অফিসটি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। ইডির সন্দেহ জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্য দফতরের কোনও নথি বন দফতরে সরিয়ে রাখতে পারেন। তাই বন মন্ত্রীর অনুপস্থিতিতে ইডি অরণ্যভবনে হানা দিয়েছে।
রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে রেশন দুর্নীতি মামলায় জড়িত সন্দেহে অক্টোবর মাসে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে মন্ত্রী হেফাজতে রয়েছেন। এদিকে দুর্নীতির শিকড় সন্ধানে মরিয়া ইডি। মঙ্গলবার দুপুর ১ টা বেজে ৭ টা নাগাদ অরণ্যভবনে যান ইডির আধিকারিকরা। সোজা চলে যান অরণ্য ভবনের ন’তলায় বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘরে। বনমন্ত্রীর ঘরে তল্লাশি চালাচ্ছে ইডির গোয়েন্দারা। ২০২১ পর্যন্ত খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয়। পরে দফতর বদল করে বনমন্ত্রী হন জ্যোতিপ্রিয় মল্লিক। ইডির দাবি, বনমন্ত্রী হওয়ার পর অরন্যভবন থেকে দুর্নীতিমূলক কার্যকলাপ পরিচালনা করেছেন তিনি, সেই কারণেই অরণ্যভবনে তল্লাশি।
ইডি ইতিমধ্যেই রেশন দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করেছে। চার্জশিটে নাম রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক ও তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত বাকিবুর রহমানের। চার্জশিটে দাবি করা হয়েছে, মন্ত্রীর হাত ধরেই সরকারি কোষাগার থেকে ৪৫০ কোটি ৩১ লাখ টাকা যায় তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানের সাজানো ভুয়ো কৃষকদের ব্যাঙ্কে। বাকিবুর তাঁর সংস্থার ৫০ জন কর্মীকে কৃষক হিসাবে দেখিয়েই ব্যাঙ্কে খাতা খুলেছিলেন। ধান কেনাবেচার নামে ওয়েস্ট বেঙ্গল এসেনসিয়াল কমোডিটি সাপ্লাই কর্পোরেশন লিমিটেডের তহবিল থেকে ৪৫০ কোটি ৩১ লাখ টাকা পাঠানো হয় ওই ভুয়ো ওই ব্যক্তিদের হিসেবের ব্যাঙ্কের খাতায়। ইডির দাবি রেশন দুর্নীতিকাণ্ডে জ্যোতিপ্রিয় ১০০ কোটি টাকার দুর্নীতি করেছে তাছাড়া রেশন দুর্নীতিতে মোট ১০০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে।
❤ Support Us