Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ৬, ২০২৪

ঝাড়খণ্ডের মন্ত্রীর ব্যক্তিগত সচিবের বাড়িতে ইডি হানা, উদ্ধার কোটি কোটি টাকা

আরম্ভ ওয়েব ডেস্ক
ঝাড়খণ্ডের মন্ত্রীর ব্যক্তিগত সচিবের বাড়িতে ইডি হানা, উদ্ধার কোটি কোটি টাকা

রাঁচিতে একাধিক জায়গায় হানা দিয়ে ৩০ কোটি নগদ টাকা উদ্ধার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এরমধ্যে ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের বাড়ি থেকে প্রচুর টাকা উদ্ধার হয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে আজ সকাল থেকেই ঝাড়খণ্ডের রাজধানীর বিভিন্ন জায়গায় হানা দেন ইডি আধিকারিকরা। রাঁচির সেল সিটিসহ মোট ৯টি স্থানে একযোগে অভিযান চালানো হয়। ঝাড়খণ্ডের রাস্তা নির্মাণ দফতরের ইঞ্জিনিয়ার বিকাশ কুমারকে খুঁজে বার করার জন্য সেল সিটিতে তল্লাশি চালাচ্ছিল ইডির একটা দল। অন্য আর একটা দল বারিয়াতু, মোরহাবাদি এবং বোদিয়া এলাকায় অভিযান চালায়। এই অভিযান চালানোর সময় বেহিসাবী নগদ টাকা উদ্ধার হয়। এখনো পর্যন্ত ৩০ কোটি টাকা উদ্ধার হয়েছে। এখনও অনেক টাকা গোনা বাকি।

ইডির অভিযানের একটা ভিডিও ফুটেজ প্রকাশ্যে এসেছে। সেই ভিডিও ফুটেজে দেখা গেছে, ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের বাড়ির একটা ঘরে নোটের পাহাড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ৭০ বছর বয়সী আলমগীর আলম কংগ্রেস নেতা এবং ঝাড়খণ্ড বিধানসভার পাকুর আসনের প্রতিনিধি। এই নগদ টাকা উদ্ধার হওয়ার পর বিজেপি–র ঝাড়খণ্ডের মুখপাত্র প্রতুল শাহদেব কংগ্রেসকে বিঁধেছেন। তিনি বলেন, ‘‌ঝাড়খণ্ডে দুর্নীতি চূড়ান্ত জায়গায় পৌঁছেছে। নির্বাচনের সময় এই অর্থ উদ্ধার ইঙ্গিত দেয় যে নির্বাচনে ব্যয় করার পরিকল্পনা ছিল। নির্বাচন কমিশনের উচিত এই বিষয়ে ব্যবস্থা নেওয়া।’‌

গ্রামোন্নয়ন দফতরের চিফ ইঞ্জিনিয়ার বীরেন্দ্র রামকে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে একাধিক প্রকল্পে আর্থিক তছরুপের অভিযোগে গ্রেফতার করেছিল ইডি। সেই মামলায় সঞ্জীব লালের নাম জড়িয়ে পড়ে। সেই সূত্রে সোমবার সকালে তাঁর বাড়িতে অভিযান চালায় ইডি। বিরোধীদের অভিযোগ ভোটের মুখে চাপে রাখতেই তাদের বিনা কারণে হেনস্থা করা হচ্ছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!