- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ২০, ২০২৩
অরণ্য ভবনে ইডির তল্লাশিতে উদ্ধার জ্যোতিপ্রিয়র নামে ১০ কোটির ফিক্সড ডিপোজিট, ৮০০ ব্ল্যাঙ্ক স্ট্যাম্প পেপার, ধান কেনার নথি
অরণ্য ভবনে ইডির হানায় জ্যোতিপ্রিয় মল্লিকের নামে আরও সম্পত্তির হদিশ। এর মধ্যে রয়েছে ১০ কোটি টাকার ফিক্সড ডিপোজিট, এলআইসি-র নথি, ৮০০টি ব্ল্যাঙ্ক স্ট্যাম্প পেপার ইডি উদ্ধার করেছে। এছাড়াও এমন কিছু তথ্য প্রমাণ পাওয়া গেছে যাতে ইডি অনুমান করছে জ্যোতিপ্রিয় মল্লিক নিজের নামে ধান কেনাবেচা করতেন। ইডি সূত্রে এই তথ্য জানা গেছে । এই তথ্যের ভিত্তিতে এবার ইডি জ্যোতিপ্রিয় মল্লিককে ফের জেরা করবে বলে ইডি সূত্রে জানা গেছে।
নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইডি মঙ্গলবার জ্যোতিপ্রিয় মল্লিকের অফিস অরণ্য ভবনে তল্লাশি চালায়। প্রায় ১১ ঘণ্টার এই তল্লাশি অভিযানে এই তথ্য ইডির হাতে এসেছে। এই তথ্য হাতে পাওয়ার পর তদন্তের গুরুত্ব আরও বাড়ল।
ইডি এর আগেই রেশন দুর্নীতি মামলায় চার্জশিটে জানিয়েছিল যে রেশন দুর্নীতি কাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিক ও তাঁর ঘনিষ্ট ব্যবসায়ী বাকিবুর রহমান জড়িত। ইডি জানিয়েছিল রেশন দুর্নীতিতে ১০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে প্রত্যক্ষ ভাবে। এছাড়াও রেশন দুর্নীতিতে মোট ১০০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলেই ইডি সূত্রে জানা গিয়েছিল। তবে অরণ্য ভবনে তল্লাশি চালিয়ে ইডি এবার যে বিপুল পরিমাণ ফিক্সড ডিপোজিট, এলআইসি বন্ড, ৮০০ ব্ল্যাংক স্ট্যাম্প পেপার পাওয়া গেছে তাতে সহজেই অনুমান করা যাচ্ছে রেশন দুর্নীতির অর্থাঙ্ক আরও বাড়বে। এখন দেখার, ইডি কবে জ্যোতিপ্রিয় মল্লিককে ফের জেরা করার জন্য তলব করে।
❤ Support Us