- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ১৪, ২০২৩
দুর্নীতির টাকায় ৫৮টি ফিক্সড ডিপোজিট, জ্যোতিপ্রিয়র স্ত্রী-কন্যার টাকা বাজেয়াপ্ত করার কাজ শুরু করল ইডি
রেশন দুর্নীতির টাকা জ্যোতিপ্রিয় মল্লিক বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বিনিয়োগ করেছিলেন বলে ইডি প্রথমেই জানিয়েছিল। ইডি সূত্রে খবর রেশন দুর্নীতির টাকায় জ্যোতিপ্রিয়র স্ত্রী মণিদীপা মল্লিক ও কন্যা প্রিয়দর্শিনী মল্লিকের নামে ৫৮ টি ফিক্সড ডিপোজিট করেছে, প্রতিটি খাতে আানুমানিক ৫ লাখ করে টাকা রাখা আছে। ইডি সূত্রে আরও জানা গেছে এই ফিক্সড ডিপোজিটের অথমূল্য ২ কোটি ৮৯ লক্ষ টাকা। রেশন দুর্নীতি মামলার প্রথম চার শিটে ইডি এই বিষয়টি উল্লেখ করেছে।
জ্যোতিপ্রিয় মল্লিক যে আর্থিক ভাবে নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতেই এই পরিমাণ টাকা ফিক্সড ডিপোজিট করেছিলেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে এই ফিক্সড ডিপোজিট জ্যোতিপ্রিয় মল্লিককের প্রত্যক্ষ নির্দেশে করা হয়েছিল কি না সে বিষয়টি খতিয়ে দেখছে ইডি।
এই বিপুল পরিমাণ টাকা এসেছে রেশন দুর্নীতি থেকেই,সেটা সহজেই অনুমেয়। রাজ্যের বহু মানুষকে প্রাপ্য থেকে বঞ্চিত করে সেই রেশন দ্রব্য কালোবাজারি করেই এই পরিমাণ সম্পত্তি জ্যোতিপ্রিয় মল্লিক ও বাকিবুর রহমান বানিয়েছেন সেটা ইডি তাদের চার্জ শিটে উল্লেখ করেছে। ইডি বলেছে, এই দুনীতি ১০০ কোটি টাকার তবে এই দুর্নীতির ফলে রাজ্যের ৪০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। এই ফিক্সড ডিপোজিটের টাকা ইডি বাজেয়াপ্ত করা শুরু করেছে বলে ইডি সূত্রে খবর। ইডি তাদের চার্জ শিটে এই ফিক্সড ডিপোজিটের কথা উল্লেখ করেছে।
❤ Support Us