Advertisement
  • দে । শ
  • মে ২৭, ২০২৪

শাহজাহানের বিরুদ্ধে ‘চার্জশিট পেশ’, আরো ১৪ কোটির সম্পত্তির হদিশ দাবি ইডির

আরম্ভ ওয়েব ডেস্ক
শাহজাহানের বিরুদ্ধে ‘চার্জশিট পেশ’, আরো ১৪ কোটির সম্পত্তির হদিশ দাবি ইডির

সন্দেশখালির শেখ শাহাজাহানের ‘দুর্নীতির চার্জশিট’ আদালতে পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।  প্রথম দফায় তাঁর ১২ কোটি টাকা বাজেয়াপ্ত করেছিল তারা। এবার দ্বিতীয় দফায় আরও ১৪ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করেন গোয়েন্দারা।  তাঁদের দাবি তোলাবাজি এবং জমি দখল করে ইতিমধ্যেই ২৬১ কোটি টাকার সাম্রাজ্য বানিয়েছেন তিনি। তবে তদন্তকারীদের আশঙ্কা, আরও সম্পত্তি আছে তাঁর। ইডির আইনজীবীও আজ আদালতে সেই ইঙ্গিত দিয়েছেন।
১১৩ পাতার চার্জশিটে নাম রয়েছে তাঁর ভাই আলমগিরের নামও । এছাড়া রয়েছে দিদার মোল্লা, শিবু হাজরার নামও।  শাহজাহানের পাশাপাশি, শেখ আলমগির, শেখ সুমাইয়া হাফিজ়িয়া ট্রাস্ট ( প্রতিনিধি শেখ আলমগির), আব্দুল আলিম মোল্লা, শিবপ্রসাদ হাজরাসহ অন্যদের স্থাবর এবং অস্থাবর সম্পত্তির হিসেবও রয়েছে।ইডির মতে,  ১৮০ বিঘা মতো জমি রয়েছে, যা পুরোটাই শাহজাহান বাহিনীর দখল করা ।
বছরের শুরুতেই শেখ শাহজাহান ও তাঁর বাহিনীর কালো কীর্তির পর্দাফাঁস হয়। তখন তাঁর ও তাঁর বাহিনীর নামে ধর্ষণের অভিযোগ নিয়ে উত্তাল হয় রাজ্য রাজনীতি। ৫৫ দিন লুকিয়ে থাকার গ্রেফতার হন শাহজাহান। । পরে একটি স্টিং অপারেশনের ভিডিও ভাইরাল হয়,যেখানে দাবি করা হয় , সবটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ভিডিওতে বিজেপির এক মণ্ডল সভাপতি দাবি করেন, এই ঘটনার পিছনে রয়েছেন তাঁরই দলের প্রতিনিধি, বিধানসভার বিরোধী দলনেতা, শুভেন্দু অধিকারী। যদিও তা অস্বীকার করেছেন তিনি।  সেই বিতর্কের যবনিকা এখনও পতন হয়নি। সত্য ও মিথ্যার মাঝ বরাবর হয়ে রয়েছে মাত্র।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!