- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ২৮, ২০২৩
এবার অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়কেও আগামী সপ্তাহে ডেকে পাঠাল ইডি !

ইডি শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নয়। তাঁর বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়কেও ইডি আগামী সপ্তাহে ডেকে পাঠাল। প্রসঙ্গত অমিত বন্দ্যোপাধ্যায় ও লতা বন্দ্যোপাধ্যায় লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির ডিরেক্টর। ইডি সূত্রে জানা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেমন লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির সিইও হিসেবে সমস্ত নথি নিয়ে হাজিরায় আসতে বলা হয়েছে ,একই ভাবে অমিত বন্দ্যোপাধ্যায় ও লতা বন্দ্যোপাধ্যায়কেও ওই কোম্পানির সমস্ত কাগজ-পত্র এবং তাঁদের ব্যক্তিগত সম্পত্তির নথি নিয়ে ইডি-র দফতরে হাজিরায় ডাকা হয়েছে। তাঁদের কাছ থেকে জানতে চাওয়া হবে এই কোম্পানি কি কাজ করতো? কি ভাবে কাজ করতো? লেনদেন কি ভাবে হতো?
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৪ বার এবং তাঁর স্ত্রী রুজির বন্দ্যোপাধ্যায়কে ৫ বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডেকেছে। এবার ইডি তলব করল অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর বাবা ও মা কে। তাঁদের সম্পত্তিও খতিয়ে দেখতে চাইছে ইডি। ইডি লিপস অ্যান্ড বাউন্ডস-এর নথিতে অমিত ও লতা সম্পর্কে যে তথ্য রয়েছে, তাঁদের সম্পত্তি সম্পর্কে যে তথ্য আদালতে পেশ করেছে সেটা স্পষ্ট নয়। তথ্যে আছে এই কোম্পানির একটি কারখানা আছে, একটি বাড়ি আছে, ইডি এই তথ্য আদালতে পেশ করেছিল ২৫ সেপ্টেম্বর। এই তথ্য দেখে বিচারপতি অমৃতা সিনহা সন্তুষ্ট হতে পারেননি। উল্টে অমৃতা সিনহা ইডি সম্পর্কে সন্দেহ প্রকাশ করে বলেন, এখন তো মনে হচ্ছে , আপনারাই তথ্য গোপন করছেন। আগামীকাল এই মামলার আবার শুনানি রয়েছে অমৃতা সিনহার এজলাসে। তাহলে কী বিচারপতির ভর্ৎসনা এড়াতেই ইডির এই পদক্ষেপ?
❤ Support Us