Advertisement
  • ন | গ | র | কা | হ | ন
  • সেপ্টেম্বর ১১, ২০২৩

“ইন্ডিয়া”-’র প্রথম সমন্বয় কমিটির বৈঠকের দিনই ইডি-র তলব অভিষেককে !

আরম্ভ ওয়েব ডেস্ক
“ইন্ডিয়া”-’র প্রথম সমন্বয় কমিটির বৈঠকের দিনই ইডি-র তলব অভিষেককে !

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী ১৩ তারিখ, বুধবার ফের তলব করল ইডি। ওই দিন “ইন্ডিয়া” জোটের প্রথম কো-অর্ডিনেশন কমিটির বৈঠক। এই কমিটির একজন অন্যতম সদস্য হিসেবে তৃণমূলের তরফে দিল্লিতে ১৩ সেপ্টেম্বর বৈঠকে যোগ দিতে যাওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তবে তাঁকে নোটিস পাঠিয়ে ওই একই দিনে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। রবিবার সন্ধেয় সেই খবর X হ্যান্ডেলে নিজেই জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর অভিযোগ, তাঁর কাজে বাধা দিতে এটা ইডির “কাপুরুষোচিত” পদক্ষেপ! “ইন্ডিয়া”-র প্রতি ভয় থেকেই এই কাজ বলে লিখেছেন তিনি।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে বিরোধী দলের নেতানেত্রীদের জিজ্ঞাসাবাদের নামে হেনস্তার অভিযোগে বরাবরই সরব এ রাজ্যের শাসকদল তৃণমূল (TMC)। বিভিন্ন মামলার তদন্তে ইতিমধ্যেই দলের বেশ কয়েকজন হেভিওয়েটকে একাধিকবার তলব করেছে সিবিআই, ইডি। এমনকী দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কেও বেশ কয়েকবার দিল্লি ও কলকাতার ইডি, সিবিআই অফিসে ডেকে পাঠানো হয়েছিল।  তিনি প্রতিবারই নথিপত্র নিয়ে সময়ের আগেই পৌঁছে গিয়েছেন দপ্তরে, জিজ্ঞাসাবাদে অফিসারদের সহযোগিতাও করেছেন।

অভিষেক তাঁর X হ্যান্ডেলে লিখেছেন, “ইন্ডিয়া-র সমন্বয় কমিটির প্রথম বৈঠক ১৩ই সেপ্টেম্বর দিল্লিতে, যেখানে আমি একজন সদস্য। কিন্তু,ইডি
ঠিক একই দিনে আমায় হাজির হওয়ার জন্য আমাকে একটি নোটিশ পাঠিয়েছে! ৫৬-ইঞ্চি বুকের ছাতি নিয়েও এতো ভীরুতা এবং শূন্যতা দেখে অবাক না হয়ে কেউ থাকতে পারবে না।”

ইডি মাত্র ২ দিনের নোটিসে চলতি সপ্তাহে তাঁকে আবার তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী ১৩ তারিখ কলকাতার অফিসে ডেকে পাঠানো হয়েছে। আর ওইদিনই বিরোধীদের “ইন্ডিয়া” জোটের কো-অর্ডিনেশন কমিটির প্রথম  বৈঠক রয়েছে। এই কমিটিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে এই বৈঠকে তাঁর যোগ দিতে যাওয়ার কথা। কিন্তু ইডির তলব অনুযায়ী তাঁকে কেন্দ্রীয় তদন্তকারীদের মুখোমুখি হতে হবে ওই একই দিনে কলকাতায়। আর এটা ইডির “কূট চাল” বলেই মনে করছেন তিনি। X হ্যান্ডলে অভিষেক এই খবর জানানোর পাশাপাশি ‘৫৬ ইঞ্চি’ নিয়ে কটাক্ষ করেছেন।

অভিষেককে ইডির তলব নিয়ে দলের নেত্রী সুস্মিতা দেবও সোশ্যাল মিডিয়ায় সরব। তাঁর কটাক্ষ, NDA জোট তাদের কাছের সঙ্গী ইডির উপর বেশি ভরসা করছে INDIA-কে সামলাতে।

সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নিয়োগ দুর্নীতির তদন্তে বিলম্ব নিয়ে ইডি, সিবিআইকে ভর্ৎসনা করেছেন। তিনি বলেছেন, একবার অভিষেককে সমন পাঠিয়েই আপনারা হাত গুটিয়ে বসে রইলেন? সুপ্রিম কোর্ট বলেছে, কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না। তারা তদন্তে কোনও বাধা দেয়নি। আপনাদের উপর কি কোনও উঁচু মহল থেকে চাপ আছে?

রবিবার অভিষেককে ইডি-র তলবের খবর প্রকাশ্যে আসতেই তৃণমূল কোমর বেঁধে নেমে পড়েছে। দলের সাংসদ শান্তনু সেন বলেছেন, ১৩ তারিখ ইন্ডিয়ার সমন্বয় কমিটির বৈঠক আছে বলেই ওইদিন অভিষেককে তলব করা হয়েছে। এর থেকেই বোঝা যায়, বিজেপি অভিষেক এবং তৃণমূলকে কতটা ভয় পায়।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ওকে কি জানিয়ে ডাকবে ইডি? উনি কোন আলালের ঘরের দুলাল? এজেন্সি মনে করেছে, ডেকেছে। অভিষেকের এত ভয়ের কী আছে? উনি তো সব সময় বলেন, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাব। তাহলে তলব ঠেকাতে এতবার হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করেন কেন?

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ইডি, সিবিআই জেনেশুনে ১৩ তারিখ ডেকেছে। অভিষেক তো বলার সুযোগ পেয়ে যাবেন ওইদিন সমন্বয় কমিটির মিটিং আছে বলে যেতে পারবেন না। আসলে ওরা বলবে, ডেকেছি, আসেননি। সুজন বলেন, এটা তু তু ম্যায় ম্যায় খেলা হচ্ছে। সব সেটিং।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
homepage block publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!