Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ১৮, ২০২৪

নেরোকার বিরুদ্ধে জয়, আইএসএল খেলার স্বপ্নপূরণের পথে মহমেডান

আরম্ভ ওয়েব ডেস্ক
নেরোকার বিরুদ্ধে জয়, আইএসএল খেলার স্বপ্নপূরণের পথে মহমেডান

আই লিগে চ্যাম্পিয়ন হলেই মিলবে আইএসএলে খেলার সুযোগ। আর ক্রমশ সেই স্বপ্নের দিকে এগিয়ে চলেছে মহমেডান। রবিবার নেরোকা এফসি–কে ২–০ ব্যবধানে হারিয়ে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেল সাদাকালো ব্রিগেড। জোড়া গোল করে দলকে দুর্দান্ত জয় এনে দিয়েছেন এডি হার্নান্ডেজ। টানা ৪ ম্যাচ জিতে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা রিয়াল কাশ্মীরকে অনেকটাই পেছনে ফেলে দিল সাদাকালো ব্রিগেড।
লিগ টেবিলে একেবারে শেষে আছে নেরোকা এফসি। প্রথম পর্বের ম্যাচে ঘরের মাঠেও জয় তুলে নিয়েছিল মহমেডান। এদিন ফেবারিট হিসেবে মাঠে নেমেছিল সাদাকালো ব্রিগেড। অবনমন বাঁচানোর মরিয়া প্রচেষ্টায় নেরোকা যথেষ্ট বেগ দিয়েছিল মহমেডানকে। যদিও প্রথামার্ধে দাপট ছিল মহমেডানেরই। তবে গোলের জন্য ৪২ মিনিট পর্যন্ত আটকে থাকতে হয়েছিল। ৪২ মিনিটের মাথায় দলকে স্বস্তি এনে এদেন এডি হার্নান্ডেজ। মহম্মদ জসিমের সেন্টার থেকে গোল করেন তিনি।
দ্বিতীয়ার্ধেও প্রাধান্য নিয়ে শুরু করেছিল মহমেডান। ম্যাচের ৫৪ মিনিটে পরিবর্ত হিসেবে মাঠে নামা বেনেস্টন ব্যারেটোর পাস থেকে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন হার্নান্ডেজ। ২ গোলে পিছিয়ে পড়ে আর ম্যাচে ফিরতে পারেনি নেরোকা। ২০ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রইল মহমেডান। রবিবার দিল্লি এফসি–র সঙ্গে ড্র করে ২০ ম্যাচে ৩৬ পয়েন্টে দ্বিতীয় স্থানে রিয়াল কাশ্মীর। রিয়াল কাশ্মীরের থেকে ১১ পয়েন্টে এগিয়ে মহমেডান। বাকি ৪ ম্যাচের মধ্যে ৩টিতে জিতলেই আইএসএল খেলার স্বপ্ন পূরণ হবে মহমেডানের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!