Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ১, ২০২৩

রাজ্যকে সম্পূর্ণ আড়ালে রেখে বেআইনিভাবে উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল, প্রতিবাদ শিক্ষামন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজ্যকে সম্পূর্ণ আড়ালে রেখে বেআইনিভাবে উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল, প্রতিবাদ শিক্ষামন্ত্রীর

উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত আবার চরমে পৌঁছল। রাজ্যকে সম্পূর্ণ অন্ধকারে রেখে রাজ্যপাল তথা রাজ্যের সরকারি বিশ্ববদ্যালয়গুলির আচার্য ১০টি সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছেন বলে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু টুইট করে অভিযোগ করেছেন। শিক্ষামন্ত্রীর বক্তব্য রাজ্যপালের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্য আইনি পদক্ষেপ করার পথে যাচ্ছে। শিক্ষামন্ত্রী তাঁর টুইটে লিখেসেন এই নিয়োগের বিষয়টি তিনি সংবাদ মাধ্যমে জেনেছেন।

প্রসঙ্গত বুধবার রাজ্যপাল তথা রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ বোস রাজ্যের ১০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ডেকে পাঠিয়ে আন্তে চান তাঁরা উপাচার্য হবেন কি না? আচার্য বুধবার যে-দশ জনকে ডেকেছিলেন, সেই দলে পদত্যাগী উপাচার্যদের মধ্যে ছিলেন শুধু বিএড বিশ্ববিদ্যালয়ের সোমা বন্দ্যোপাধ্যায়। এ ছাড়াও ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অমিতাভ দত্ত, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যের ডিন অমলেন্দু ভুঁইয়া, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক দেবাশিস বন্দ্যোপাধ্যায়। এক জন করে শিক্ষককে ডেকে পাঠানো হয়েছিল গৌড়বঙ্গ, সিধো-কানহো-বীরসা, বাঁকুড়া, বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। নির্দিষ্ট কোনও বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ না-করেই তাঁদের সকলের কাছে জানতে চাওয়া হয়, উপাচার্যের দায়িত্ব নিতে তাঁরা প্রস্তুত কি না। তবে এ দিন কাউকেই নিয়োগপত্র দেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রের খবর।

এদিকে বৃহস্পতিবার রাজ্যের শিক্ষামন্ত্রী যে টুইট করেছেন তাতে তিনি লিখেছেন, “সংবাদ মাধ্যম থেকে জানতে পারলাম সরকার পোষিত বিশ্বববিদ্যালয়গুলিতে মাননীয় রাজ্যপাল আজ আবার ১০টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ করেছেন। এই নিযুক্তি দফতরের সঙ্গে কোনও আলোচনা ব্যতিরেকে করা হলো, যা বর্তমানা উপাচার্য নিয়োগের যে নিয়ম আছে, তার সম্পূর্ণ পরিপন্থী এবং বেআইনি। এই অভূতপূর্ব পরিস্থিতিতে আমরা বিভাগীয়ভাবে আইনি পরামর্শ নিচ্ছি ভবিষ্যতে কী পদক্ষেপ করা হবে সেই বিষয়ে। বেআইনিভাবে নবনিযুক্ত উপাচার্যদের সকলকে উচ্চশিক্ষা বিভাগের পক্ষ থেকে সসম্মানে অনুরোধ থাকবে যে, তাঁরা যেন এই নিয়োগ প্রত্যাখ্যান করেন।”

এখন দেখা যাক, উপাচার্যরা শিক্ষামন্ত্রীর এই অনুরোধ রাখেন কি না বা রাজ্যপাল তার সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্যের উচ্চশিক্ষা দফতরের পক্ষ থেকে কোনও আইনি পদক্ষেপ করা হলে তিনি কী ব্যবস্থা নেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!