Advertisement
  • এই মুহূর্তে ন | গ | র | কা | হ | ন
  • সেপ্টেম্বর ৭, ২০২৩

বিশ্ববিদ্যালয়ের ৩০ রেজিস্ট্রারকে বৈঠকে ডাকলেন শিক্ষামন্ত্রী। ‘নিষেধ’ রাজভবনের

আরম্ভ ওয়েব ডেস্ক
বিশ্ববিদ্যালয়ের ৩০ রেজিস্ট্রারকে বৈঠকে ডাকলেন শিক্ষামন্ত্রী। ‘নিষেধ’ রাজভবনের

রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির খরচ নিয়ে এবার ভাবনা চিন্তা শুরু করল রাজ্য সরকার। বিশ্ববিদ্যালয়গুলির ব্যয়নির্বাহ নিয়ে রাজ্যের মোট ৩০ সরকারি ও সরকার পোষিত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে বৈঠকে ডাকলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ৮ সেপ্টেম্বর বিকাশ ভবনে দুপুর ২টোয় এই ডাকা হয়েছে। বৈঠকে ডাক পেয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্নেহমঞ্জু বসু সহ একাধিক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।

তবে বৃহস্পতিবার বিকেলেই রাজভবনের তরফে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে শিক্ষামন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দিতে নিষেধ করা হয়েছে বলে বিশেষ সূত্রে জানা গেছে।

উচ্চশিক্ষা দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই শুক্রবার দুপুর ২টোয় বিকাশ ভবনে ৩০টি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে বৈঠকে ডাকা হয়েছে। জানা যাচ্ছে, প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা করে ১৫ মিনিট কথা বলবেন রাজ্যের শিক্ষামন্ত্রী।

জানা গেছে বিশ্ববিদ্যালয়ের পরিচালন খরচ সংক্রান্ত বিভিন্ন বিষয় জানতে চাইবেন শিক্ষামন্ত্রী। ২টো থেকে বিকেল পৌনে চারটে পর্যন্ত এই বৈঠক চলবে। তিরিশ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের একেকটি বিভাগ ভাগ করে কথা বলা হবে। জানা গেছে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের বিষয়ে আলাদা করে তথ্য নেবেন শিক্ষামন্ত্রী।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block publication
Advertisement
homepage block publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!