Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মে ২৪, ২০২৩

বুধবার ভোরে সিআইডি-র হাতে গ্রেফতার ভানু বাগের স্ত্রী গীতারানি বাগ

ভানুর বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি বাজি বিক্রির দোকানের লাইসেন্স নিয়ে বাজি তৈরির কাজ করছিলেন এগরার খাদিকুলে। এই লাইসেন্স ভানু বাগকে দিয়েছিল স্থানীয় তৃণমূল পঞ্চায়েত

আরম্ভ ওয়েব ডেস্ক
বুধবার ভোরে সিআইডি-র হাতে গ্রেফতার ভানু বাগের স্ত্রী গীতারানি বাগ

অবশেষে গ্রেফতার হলেন প্রয়াত ও এগরা বাজি কারখানা বিস্ফোরণের মূল অভিযুক্ত ভানু বাগের স্ত্রী গীতারানি বাগ।  সিআইডি সূত্রে খবর, বিস্ফোরণের পর পূর্ব মেদিনীপুরের রামনগরে ভাইয়ের বাড়িতে লুকিয়ে ছিলেন ভানু বাগের স্ত্রী গীতারানি বাগ। বুধবার ভোরে সেখান থেকেই তাঁকে গ্রেফতার করে সিআইডি। এগরা বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত ভানু বাগের মৃত্যু হয় কটকের একটি বেসরকারি নার্সিংহোমে। এর আগে গ্রেফতার হন ভানুর ছেলে পৃথ্বীজিৎ ব্যাগ ও ভাইপো ইন্দ্রজিৎ বাগ। ভানুর আরও দুই ভাইপোর খোঁজ চলছে।

ভানুর বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি বাজি বিক্রির দোকানের লাইসেন্স নিয়ে বাজি তৈরির কাজ করছিলেন এগরার খাদিকুলে। এই লাইসেন্স ভানু বাগকে দিয়েছিল স্থানীয় তৃণমূল পঞ্চায়েত। তবে এই নিয়ে তদন্তের পাশাপাশি ভানু বাগের স্ত্রীকে হন্যে হয়ে খুঁজছিল সিআইডি। ঘটনার পর থেকেই খোঁজ মিলছে না ভানুর স্ত্রীর। এই অবস্থায় মৃত ভানুর ছোট ভাইয়ের জামাই নিশিকান্ত পালকে জিজ্ঞাসাবাদ করেছিল রাজ্য পুলিশের গোয়েন্দারা। তদন্তকারীরা তখন জানতে পারেন, বিস্ফোরণের পর নিশিকান্ত-সহ কয়েকজন ভানুর প্রাথমিক চিকিৎসা করে তাঁকে লুকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। তবে অবস্থা গুরুতর হওয়ায় শেষপর্যন্ত হাসপাতালে ভর্তি করতে হয়। সেই হাসপাতালেই ভানু ব্যাগের মৃত্যু হয়। অবশেষে ভানুর স্ত্রীর হদিশ মিলল তাঁর ভাইয়ের বাড়িতে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!