Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১৯, ২০২৩

আবার নতুন বাজি কারখানার হদিশ এগরায়।শোকজ আইসিকে।কটকে মৃত ভানু

আরম্ভ ওয়েব ডেস্ক
আবার নতুন বাজি কারখানার হদিশ এগরায়।শোকজ আইসিকে।কটকে মৃত ভানু

এগরা বিস্ফোরণকাণ্ডে অন্যতম অভিযুক্ত ভানু বাগের মৃত্যু। এদিকে এগরার আইসিকে সরিয়ে দেওয়া হল। পাশাপাশি এগরায় আবার নতুন বাজি কারখানার হদিশ। মঙ্গল থেকে শুক্র এই কদিনে এগরা খবরের শিরোনামে। এর আগেই ঘটনার দিন মুখ্যমন্ত্রী এগরার আইসিকে বলেছিলেন তাঁর কাছে কেন এসব খবর থাকছে না? তারপরই শোকজ করা হয় এগরার আইসিকে।

শুক্রবার ভবানী ভবন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এগরা থানার আইসি মৌসম চক্রবর্তীকে হুগলি গ্রামীণ সাইবার ক্রাইম থানায় বদলি করা হল। আর হুগলি গ্রামীণ থানার আইসি পাঠানো হচ্ছে এগরা থানায়।

গত মঙ্গলবার এগরার খাদিকূলে ভানু বাগের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের পর ভানু তাঁর পুত্র ও ভাইপোকে নিয়ে কটক পালিয়ে যান। তবে শেষ পর্যন্ত পুলিশ তাঁকে কটকের রুদ্র নার্সিংহোমে পুলিশ আটক করে। ভানুর শরীর তখন ৮০ শতাংশ পুড়ে গেছে। ঠিক হয় ভানু সুস্থ হলে তাঁকে ভবানীভবনে নিয়ে আসা হবে কিন্তু তা আর হল না, ভানু বাগ শুক্রবার মারা যান।

এদিকে এগরায় নতুন করে আরও একটি বাজি কারখানার হদিশ পেল স্থানীয়েরা। ঘটনাস্থল সেই খাদিকুল গ্রাম থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে কুমারডিহা গ্রামে এই বাজি কারখানার সন্ধান মিলেছে। গ্রামটি গরিদা অঞ্চলের অন্তর্গত। গ্রামবাসীর অভিযোগ, ওই বাজি কারখানা অবৈধ। স্থানীয়দের থেকে জানা গিয়েছে, ওই বাজি কারখানার মালিক চৈতন্য মান্না। তাঁকে গ্রামবাসী খুঁজে পায়নি। তাদের ধারণা, চৈতন্য এলাকা ছেড়ে পালিয়েছে। গ্রামবাসীরা ওই বাজি কারখানা ঘিরে রাখে। তারপর পুলিশ এলে গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়ে। গ্রামবাসীদের অভিযোগ, চৈতন্য মান্না এই বাড়িতে থাকেন না। তবে বেআাইনি বাজির মশলা তিনি এই বাড়িতে মজুত করে রেখেছিলেন। এমনটাই অভিযোগ গ্রামবাসীদের।


  • Tags:
❤ Support Us
আশ্রয় গ | ল্প রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি। পর্ব ১২ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
হিরণবালা । পর্ব ১২ ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!