Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মে ১৭, ২০২৩

এগরা ফুঁসছে, বিস্ফোরণের ঘটনায় ধৃত ২। অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু ভানু বাগের নামে। ঘটনা স্থলে শুভেন্দু

আরম্ভ ওয়েব ডেস্ক
এগরা ফুঁসছে, বিস্ফোরণের ঘটনায় ধৃত ২। অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু ভানু বাগের নামে। ঘটনা স্থলে শুভেন্দু

এগরার খাদিকূল গ্রামে কারখানায় ভয়াবহ  বিস্ফোরণের ঘটনায় এখনও অধরা এই কারখানার মালিক ভানু বাগ। তবে এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা যাচ্ছে ২ জনকে পুলিশ এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এদিকে আজই খাদিকূল গ্রামে কিছুক্ষণের মধ্যে পৌঁছেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল রাতেই শুভেন্দু টুইট করে জানিয়েছেন বুধবার সকাল ১০টায় তিনি এগরার বিস্ফোরণস্থলে যাবেন। এদিকে শুভেন্দু অধিকারীর বুধবার সকালে  অভিযোগ করে বলেন, “এসপি অমরনাথ দু হাতে টাকা তেলেন। তাঁর একমুখী কাজ, শুভেন্দু অধিকারীর বাড়ির লোক ও কর্মীদের ব্যস্ত করা আর পিসি এবং ভাইপোকে রক্ষা করা। আমি পুলিশমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। আমার আইনজীবী এনআইএ তদন্তের জন্য হাইকোর্টে আজই আবেদন করবেন।” এই ঘটনায় সিআইডি তদন্ত করছে। মঙ্গলবার রাতেই ঘটনাস্থল থেকে সিআইডি ও ফরেন্সিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করেছে। এখনও পর্যন্ত এই ঘটনায় মৃতের সংখ্যা ৯। গতকাল রাতে এগরার স্থানীয় হাসপাতাল থেকে এই বিস্ফেরণকাণ্ডে গুরুতর আহত ২ জনের অবস্থার অবনতি হওয়ায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে শুভেন্দু অধিকারীর এগরা যাওয়ার খবর শুনে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ শুভেন্দুকে শকুনের রাজনীতি করছে বলে সমালোচনা করেছেন। তবে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এগরার মানুষ ক্ষোভে ফুঁসছেন। তাঁদের অভিযোগ ভানু বাগ তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য। ভানু বাগ বাজি কারখানার আড়ালে বোমা তৈরি করত। বাজি তৈরির কোনও বৈধ লাইসেন্স ভানু বাগের ছিল না বলে গ্রামবাসীরা অভিযোগ করছেন। তথ্য বলছে পশ্চিমবঙ্গে গ্রিন ক্র্যাকার্স তৈরির লাইসেন্স আছে মাত্র ১৯ জন বাজি তৈরি সংস্থার। তার মধ্যে পূর্ব মেদিনীপুরের এগরার কোনও কারখানার লাইসেন্স দেওয়া হয়েছে এমন খবর নেই।

এদিকে পুলিশ ও সিআইডি বিস্ফোরণস্থল ও সংলগ্ন ২০ মিটার জায়গা ঘিরে রাখা হয়েছে। জ্ঞানবন্ত সিং গতকাল রাতেই ঘটনাস্থলে পৌঁছন। এলাকা ছেয়ে রেখেছে পুলিশ। স্বজনহারাদের অভিযোগ, পুলিশ সপ্তাহে নজরদারির নামে টাকা নিতে আসত। এখনও ওই বাড়িতে গোপন কুঠুরিতে বিস্ফোরক আছে। বোম ডিস্পোজাল স্কেয়াডের কর্মীরা ঘটনাস্থলে আছে।

এর আগে ভানু বাগের বাজি কারখানায় বিস্ফোরণ হয়। গত অক্টোবরে তিনি ধরা পড়েন। তারপর জামিতে ছাড়া পান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বিস্ফোরণের ঘটনা ঘটার পর মঙ্গলবার সাড়ে ১২ টা নাগাদ ভানু বাগ এলাকা ছেড়ে পালান। বিস্ফোরণের ঘটনায় আক্রান্তদের তিনি সাহায্য করেননি।


  • Tags:
❤ Support Us
আশ্রয় গ | ল্প রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি। পর্ব ১২ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
হিরণবালা । পর্ব ১২ ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!