- দে । শ প্রচ্ছদ রচনা
- ফেব্রুয়ারি ২৭, ২০২৩
নাবলুসে স্ফুলিঙ্গ নেভেনি । উত্তেজনা রুখতে ভাসমান রিসর্টে বৈঠক তিন দেশের । সিদ্ধান্ত, হামলা পাল্টা হামলা বন্ধ হোক।

নাবলুসে ইসরাইলি হামলা আর পরিকল্পিত গণহত্যা, প্রতিক্রিয়ায় গাজা স্ট্রিপে আল হামাসের বন্দুকের গর্জন এবং তেল আভিভের বোমা বর্ষণের পর ফিলিস্তিন আর ইসরাইলে সাময়িক বোধোদয় হয়েছে। আপাতত উত্তেজনা রুখতে তৎপর মিশর, জর্ডন ও আমেরিকা। রবিবার জর্ডানের রেড সি রিসোর্টে বৈঠকে বসে তিন দেশ সিদ্ধান্ত নিয়েছে , পরিস্থিতিতে যথাসম্ভব নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। জর্ডানের সঙ্গে ইসরাইলের সম্পর্ক এখন ভালো। ফিলিস্তিন কর্তৃপক্ষ মনে করে , জর্ডনের শাসকরা বাধ্যতামূলকভাবে ফিলিস্তিনের প্রতি সহানুভূতিশীল। অন্তত ৪ মাস ফিলিস্তিনি এলাকায় তাঁদের নতুন বসতি স্থাপনের ইচ্ছায় লাগাম টানতে হবে। বৈঠক শেষে যুক্ত বিবৃতিতে তিন দেশের প্রতিনিধিরা জানান, মার্চের শেষে রমজান শুরু হচ্ছে। এরকম মুহুর্তে যে কোনো উত্তেজনাকে রুখতে হবে। নাবলুসের ঘা শুকোয়নি। গাজার একাধিক অঞ্চলের ঘরবাড়িতে স্ফুলিঙ্গ ধিকি ধিকি জ্বলছে। ফিলিস্তিনের রেডক্রস বলেছে , হাসপাতালের গুরুতর জখম ৯৮ জনকে চিকিৎসাধীনে আনা হয়েছে।
❤ Support Us