Advertisement
  • দে । শ
  • এপ্রিল ১২, ২০২৪

সম্প্রীতির বার্তায় ইদ উৎসব পালিত হল বসিরহাটে।

আরম্ভ ওয়েব ডেস্ক
সম্প্রীতির বার্তায় ইদ উৎসব পালিত হল বসিরহাটে।

সম্প্রীতির বার্তায় ইদ উৎসব পালিত হল বসিরহাটে। সামনেই লোকসভা নির্বাচন। সব দলই প্রচারে নেমে পড়েছে কোমর বেঁধে। কিন্তু ইদে রাজনৈতিক মতপার্থক্য সরিয়ে পরস্পর আলিঙ্গনে ইদ পালন করলেন সকলে।   ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের অন্যতম রোজা। পবিত্র রমজান শেষে শওয়াল মাসের প্রথম তারিখে ইদ–‌উল–‌ফিতর অনুষ্ঠিত হয়। সেই খুশির ইদের আনন্দে আজ মেতে ওঠেন মুসলিম সমাজের সর্বস্তরের মানুষ।
রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ইদের শুভেচ্ছা বিনিময় কার্পণ্য নেই রাজনৈতিক নেতা, কর্মী, সমর্থকদের। সোশ্যাল মিডিয়া থেকে মুখোমুখি শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সরকারের গুরুত্বপূর্ণ পদাধিকারী ও বিরোধী দলের নেতানেত্রীদেরও। এদিন শারিরীক অসুস্থতাকে সরিয়ে রেখে ইদের শুভেচ্ছা বিনিময় করলে বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি শেখ নুরুল ইসলাম। এদিন পবিত্র ইদের নামাজের ইমামতী করার পর এলাকার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি , জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পীরজাদা এ কে এম ফারহাদ। তিনি এলাকার অসুস্থ মানুষের খোঁজখবর নিলেন বাড়ি বাড়ি গিয়ে। ইদ উপলক্ষে সেজে উঠেছে বসিরহাট শহর। বসিরহাটে সুপ্রাচীন শাহী মসজিদ আলোক মালায় সাজানো হয়েছে। শাহী মসজিদে কয়েক হাজার মানুষ ইদের নামাজে শামিল হন। বসিরহাট আমিনিয়া মাদ্রাসা প্রাঙ্গনে, মাওলানাবাগ দরবার শরিফে অসংখ্য মানুষ পবিত্র ইদের নামাজে অংশ নেন। পশ্চিম দন্ডিরহাট মসজিদ জামে মসজিদ, ধলতিথা ইদগাহ, স্বরূপনগরের ঢালি পাড়া, হাড়োয়া লাল মসজিদ প্রাঙ্গনে ইদের নামাজ অনুষ্ঠিত হয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!