- এই মুহূর্তে
- এপ্রিল ৫, ২০২২
‘ওর ভাবনা প্রেরণা জোগায়’, রাহুল গান্ধির নামেই সমস্ত সম্পত্তি লিখে দিলেন বৃদ্ধা!
৭৮-এর দেরাদুনবাসী পুষ্পা মুঞ্জিয়াল তাঁর সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি লিখে দিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাতি, রাজীব-তনয় রাহুল গান্ধীর নামে । আর অশক্ত মহিলার এহেন পদক্ষেপ নিয়ে গোটা দেশ জুড়ে চর্চা চলছে ।সম্পত্তি নিয়ে হিংসা-হানাহানির ঘটনা শোনা যায় প্রায়ই। কিন্তু দেরাদুনের পুষ্পাদেবী যা ঘটালেন, তা নিখাদ আনন্দের। দেরাদুন মেট্রোপলিটান কংগ্রেসের সভাপতি লালচাঁদ শর্মা জানিয়েছেন, সম্প্রতি রাহুল গান্ধীর নামে নিজের উইল করে গিয়েছেন পুষ্পা মুঞ্জিয়াল। কেন এমনটা করলেন? প্রশ্নে প্রশ্নে জর্জরিত পুষ্পাদেবী লাজুকমুখে জানাচ্ছেন, রাহুলকে তাঁর বড্ড ভাল লাগে। তাঁর চিন্তাভাবনা প্রেরণা জোগায়। আর সেই কারণেই তাঁর যাবতীয় সম্পত্তি রাহুলের নামেই লিখে দিলেন।
জানা গিয়েছে, নগদ ৫০ লক্ষ টাকা এবং ১০ তোলা সোনা দিয়েছেন তিনি। সারাজীবন ধরে এই সম্পত্তি জমিয়েছেন বৃদ্ধা। যদিও আকস্মিক এই প্রাপ্তি নিয়ে রাহুল গান্ধি এখনও কোনও প্রতিক্রিয়া করেননি।সকলেরই জিজ্ঞাসা কেন রাজীবতনয়ের প্রতি এতটা স্নেহপরবশ হয়ে উঠলেন ওই বৃদ্ধা? যদিও তাঁর কথায়, রাহুলের চিন্তাভাবনা তাঁকে প্রেরণা জোগায়। আর তাঁর সেই ভাবনার জন্যই পুষ্পাদেবী সব লিখে দিয়েছেন রাহুলের নামে।
উল্লেখ্য, সদ্যই বিধানসভা নির্বাচনের মাধ্যমে নতুন সরকার বেছে নিয়েছেন উত্তরাখণ্ডের বাসিন্দারা। ভোটের আগে কংগ্রেসের ইস্তেহারে ছিল চমকপ্রদ জনদরদী সব প্রকল্প। ৫ লক্ষ পরিবারকে মাসিক ভাতা, সরকারি চাকরিতে ৪০ শতাংশ মহিলা সংরক্ষণ, এলপিজির দাম ৫০০ টাকার মধ্যে বেঁধে ফেলার মতো বেশ কয়েকটি জনমুখী প্রতিশ্রুতি। রাহুল গান্ধী সেসব নিয়ে ঢালাও নির্বাচনী প্রচারে সেরেছিলেন। কংগ্রেস যদিও উত্তরাখণ্ডে ক্ষমতায় আসেনি। রাহুলের সেসব উদ্দীপক বাণী গভীরভাবে দাগ কেটে গিয়েছে পুষ্পার মনে। রাহুলের বাণীতে প্রেরণা খুঁজে পেয়েছেন তিনি। তাঁর মনে হয় রাহুলই পারেন তাঁর সম্প্রতির যথাযথ ব্যবহার করে সার্বিক উন্নয়ণ ঘটাতে।
❤ Support Us