- এই মুহূর্তে দে । শ
- মে ২১, ২০২৪
অভিজিতের প্রচারে, ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা কমিশনের

মুখ্যমন্ত্রীকে ‘কুকথা’ বলার জন্য ,তমলুকের বিজেপি প্রার্থী অভিজিত গঙ্গোপাধ্যায়ের ওপর একদিনের প্রচারে নিষেধাজ্ঞা ঘোষণা করল নির্বাচন কমিশন। তাদের বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার বিকেল ৫টা থেকে আগামী ২৪ ঘণ্টা তিনি ভোট প্রচার করতে পারবেন না। এই চিঠির প্রতিরূপ পাঠানো হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জয়প্রকাশ নাড্ডাকে। ভবিষ্যতে যেন দেশের কোনো মহিলাকে তিনি ‘কুরুচিকর’ মন্তব্য না করেন, তা নিয়ে অভিজিত গাঙ্গুলিকে সতর্ক করেছে কমিশন।
কমিশন চিঠিতে উল্লেখ করেছে, ভারত মহিলাদের সব থেকে উঁচুতে স্থান দিয়েছে। তমলুকের বিজেপি প্রার্থীর মন্তব্য সেই মনোভাবে আঘাত করেছে। অভিজিত গঙ্গোপাধ্যায়ের যে শিক্ষাগত যোগ্যতা আছে এবং তিনি কর্মক্ষেত্রে যে পদে আসীন ছিলেন, সে পরিপ্রেক্ষিতে তাঁর এই মন্তব্য অত্যন্ত নিন্দনীয়। তারা অভিজিত গাঙ্গুলির বিরুদ্ধে আদর্শ নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তোলে।
একজন প্রাক্তন বিচারপতি যিনি বিজেপির আকালের বাজারে তাদের বাঙালি-ভদ্রলোক মুখ হতে চেয়েছিলেন, তিনি তার জীবনের প্রথম নির্বাচনেই কেবল কুকথার জন্য শাস্তি পেলেন! বিজেপির কপালটাই পোড়া!
আসলে বিজেপিতে সবাই শুভেন্দু অধিকারী। মুখ খুললেই নর্দমা! কারোর গন্ধ আগে বেরোয়, কারোর একটু পরে..
— Debangshu Bhattacharya Dev (@ItsYourDev) May 21, 2024
তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বলেছেন, ‘কু মন্তব্য’ এ শুভেন্দু অধিকারীরকেই অনুসরণ করছেন অভিজিত গাঙ্গুলি। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন,’একজন প্রাক্তন বিচারপতি যিনি বিজেপির আকালের বাজারে তাঁদের বাঙালি-ভদ্রলোক মুখ হতে চেয়েছিলেন, তিনি তাঁর জীবনের প্রথম নির্বাচনেই কেবল কুকথার জন্য শাস্তি পেলেন। বিজেপির কপালটাই পোড়া।’ গত ১৫মে নির্বাচনী প্রচারে বিজেপি প্রার্থী অভিজিত গাঙ্গুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সন্দেশখালির প্রসঙ্গ উত্থাপন করে আক্রমণ করেন। এতে ক্ষুব্ধ তৃণমূল পরের দিনই আইনি পদক্ষেপ নেয় । নির্বাচন কমিশন অভিজিত গাঙ্গুলিকে একটি ‘শো কজ’-এর চিঠি পাঠায়। অভিজিত তার উত্তর দিলেও তাতে কমিশন ‘সন্তুষ্ট’ হতে পারেনি। ফলে আজ তারা তাঁর ভোট প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা আরোপ করে।
কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিত গাঙ্গুলি এর আগে তাঁর পদে থাকাকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তাঁর দল নিয়ে একাধিক ‘বিতর্কিত’ মন্তব্য করেছিলেন। সেই নিয়ে একাধিক মহলে সমালোচিত হয়েছিলেন তিনি। কমিশনের এহেন সতর্কতা ও নিষেধাজ্ঞায় তিনি কতটা সচেতন হন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
❤ Support Us