Advertisement
  • প্রচ্ছদ রচনা স | হ | জ | পা | ঠ
  • নভেম্বর ১৯, ২০২৪

ইসরোর জিস্যাট ২০ উপগ্রহ মহাকাশে উৎক্ষেপন করল ইলন মাস্কের স্পেসএক্স

আরম্ভ ওয়েব ডেস্ক
ইসরোর জিস্যাট ২০ উপগ্রহ মহাকাশে উৎক্ষেপন করল ইলন মাস্কের স্পেসএক্স

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার স্যাটেলাইট জিস্যাট ২০ স্যাটেলাইট উৎক্ষেপন করল ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স। মঙ্গলবার ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে এটা উৎক্ষেপন করা হয়। স্পেস এক্স–এর ফ্যালকন ৯ রকেটে করে ভারতীয় উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়েছে। এই প্রথম ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার কোনও কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাল মার্কিন সংস্থাটি।

জিস্যাট ২০, জিস্যাট এন ২ নামেও পরিচিত। ভারতীয় এই স্যাটেলাইটের ওজন প্রায় ৪৭০০ কেজি। দেশের যোগাযোগ পরিকাঠামো উন্নত করার জন্য এই উপগ্রহটি তৈরি করা হয়েছে। অত্যাধুনিক জিস্যাট এন ২ উপগ্রহটি ভারতের ব্রডব্যান্ড পরিষেবা এবং বিমানে ইন্টারনেটের সংযোগ আরও উন্নত করবে। উপগ্রহটি একবার চালু হলে প্রত্যন্ত অঞ্চলগুলির জন্য ইন্টারনেট সংযোগের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পরিষেবা সরবরাহ করবে। স্পেসএক্স–এর পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় এই উপগ্রহটির উৎক্ষেপন সফল হয়েছে এবং মহাকাশে নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছে।

ইলন মাস্কের স্পেস্কএক্সের সঙ্গে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বেশ কয়েকটা বানিজ্যিক সহযোগিতা চুক্তি হয়েছে। সেই চুক্তি অনুসারেই ভারতের এই জিস্যাট এন ২ উপগ্রহটি উৎক্ষেপন করল স্পেসএক্স। ৩২টি ইউজার বিম দিয়ে সজ্জিত জিস্যাট এন ২। যার মধ্যে ৮টি সরু স্পট বিম এবং ২৪ চওড়া প্রশস্ত স্পট বিম রয়েছে, যা সারা ভারতে অবস্থিত হাব স্টেশনগুলিকে পরিষেবা প্রদান করবে। এই উপগ্রহের মাধ্যমে সহজেই বিপুল পরিমাণ ডেটা ট্রান্সফার করা যাবে, প্রতি সেকেন্ডে প্রায় ৪৮ জিবি।
সরকার পরিচালিত নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড (এনএসআইএল) এই বছরের শুরুর দিকে ৩ জানুয়ারি ইলন মাস্কের স্পেসএক্স–এর সাথে চুক্তি করে। এর আগে ভারত ৪৩০ টিরও বেশি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। কিন্তু ৪৭০০ কেজি ওজনের এই উপগ্রহটি মহাকাশে নিয়ে যাওয়ার জন্য ভারতের কোনও উৎক্ষেপণ যানের পক্ষে সম্বব ছিল না। তাই স্পেসএক্সের সঙ্গে অংশীদারিত্বের প্রয়োজন হয়েছিল। ইসরোর সবচেয়ে ভারী লঞ্চ ভেহিকল, এলভিএম–৩, জিওসিঙ্ক্রোনাস ট্রান্সফার কক্ষপথে ৪ হাজার কেজি মহাকাশযান উৎক্ষেপণ করতে সক্ষম।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!