- স | হ | জ | পা | ঠ
- জানুয়ারি ৩০, ২০২৪
মানুষের মস্তিষ্কে ব্রেনচিপ! হৈ চৈ ফেলে দিয়েছে ইলন মাস্কের নতুন স্টার্ট আপ
কিছুদিন আগেই টুইটার কিনে নিয়ে নাম বদলে ‘এক্স’ হ্যান্ডেল করেছেন ইলন মাস্ক। তাঁর এই সিদ্ধান্তে শোরগোল পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার নতুন স্টার্ট আপ শুরু করে হৈ চৈ ফেলে দিয়েছেন এই মার্কিন শিল্পপতি। এই নতুন স্টার্ট আপের নাম নিউরোলিঙ্ক। এই নিউরোলিঙ্ক ব্রেন চিপ তৈরি করে। নিউরোলিঙ্কের তৈরি করা ব্রেন চিপ ইতিমধ্যেই এক রোগীর মস্তিষ্কে প্রতিস্থাপন করা হয়েছে। এই ব্রেনচিপের নাম দেওয়া হয়েছে ‘টেলিপ্যাথি’। ২০২৩ সাল থেকে এই ব্রেনচিপ নিয়ে গবেষণা চলছিল। অবশেষে সাফল্য পাওয়া গেছে।।
২০১৬ সাল থেকে নিউরোলিঙ্ক স্টার্ট আপ শুরু করেছিলেন ইলন মাস্ক। দীর্ঘদিন ধরে নানা পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে গবেষণা এগিয়ে চলছিল। ২০২২ সালে এক রোগীর ওপরে প্রথম পরীক্ষা করা হয়েছিল। তাতে সাফল্য পায়। তারপর ছাড়পত্র পাওয়া গেছে। গতবছর এই ব্রেনচিপের পরীক্ষায় আগ্রহীদের যোগাযোগ করতে বলা হয়েছিল। এক বছর ধরে সেই ব্রেনচিপের পরীক্ষা হয়েছে। পরীক্ষায় সাফল্য পাওয়ার পর ব্রেনচিপের কথা প্রকাশ্যে নিয়ে এলেন আনেন ইলন মাস্ক।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ হ্যান্ডেলে ব্রেনচিপের সাফল্য পাওয়ার তথ্যট শেয়ার করেছেন ইলন মাস্ক। তিনি লিখেছেন, ‘এক রোগীর মস্তিষ্কে নিউরোলিঙ্ক বসানো হয়েছে এবং তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। প্রাথমিক ফলাফল খুবই ভাল । এই চিপ নিউরোনের স্পাইকগুলো ভালভাবে নজর রাখছে।’ আমেরিকার রেগুলেটরি বোর্ডও অনুমোদন মিলেছে এই ব্রেনচিপের। এই চিপ ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে সরাসরি হিউম্যান ব্রেন কন্ট্রোল করা যাবে।
এই চিপের মাধ্যমে মস্তিষ্ক ও কম্পিউটারের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করা হচ্ছে। এটি পারকিনসনের মতো রোগের চিকিৎসা পদ্ধতি পরিবর্তন করতে পারে। শুধু তাই নয়, মস্তিস্কের ক্ষমতা বাড়িয়ে মানুষ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে এমন একটি সম্পর্ক তৈরি হতে পারে। এই নিরোলিঙ্কের ডিভাইস পাঁচটি মুদ্রার আকারের। অস্ত্রোপচারের মাধ্যমে এই ডিভাইসটিকে মানুষের মস্তিষ্কের ভিতরে স্থাপন করা হয়।
❤ Support Us