উৎসবের আরম্ভ।১৪২৯
বাঙালির সাহিত্যছোঁওয়া যে-কোনও শারদসম্ভার আমাদের বর্ষব্যাপী অভ্যাস আর মননচর্চার সঙ্গী । নিষ্ঠাবান শ্রমিকের মতো আমরা মহাযজ্ঞের সঙ্কলিত অনুষঙ্গের কারিগর শুধু এখানে । চেষ্টা করেছি, জুরিখ থেকে কাবুল, ঈশাণ বাংলার বরাক আর কলকাতা থেকে ঢাকা পর্যন্ত, জগৎসভার আলোকিত, অনালোকিত মুখসব জড়ো করে এ সংখ্যাকে সাজিয়ে তুলতে । ভালোমন্দ বিচারের ভার পাঠকের, ভুলত্রুটির দায় আমাদের ।
সবশ্রেণির, সব দেশের, উৎসব মুখর মানুষকে রাশি রাশি অভিনন্দন । সবার ওপর বর্ষিত হোক শান্তি আর অপ্রতিরোধ্য সুষমা ।