- এই মুহূর্তে
- জানুয়ারি ৬, ২০২৩
বিশ্বকাপ জয়ের পর এবার মহাকাশে পাড়ি দিচ্ছেন ‘ডিবু মার্টিনেজ’

বিশ্বকাপ জেতার পর এবার মহাকাশে পাড়ি দিচ্ছেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। খবরটা শুনে হয়তো অনেকেই চমকে যাবেন। চমকে যাওয়ারই কথা। ফুটবল ছেড়ে কী করে মহাকাশে পাড়ি দেবেন মার্টিনেজ? আসলে আর্জেন্টিনার এই তারকা গোলকিপার স্বশরীরে মহাকাশে পাড়ি দিচ্ছেন না। তাঁর নামাঙ্কিত স্যাটেলাইট পাঠানো হচ্ছে মহাকাশে।
এ মাসে আর্জেন্টিনার মহাকাশ গবেষণা সংস্থা ইনোভা স্পেস এক্সের পক্ষ থেকে একটা স্যাটেলাইট মহাকাশে পাঠানো হচ্ছে। ওই স্যাটেলাইটের নামকরণ করা হচ্ছে ‘ডিবু মার্টিনেজ’। আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের ডাক নাম ‘ডিবু’। সেই নামের সূত্র ধরেই স্যাটেলাইটের নামকরণ করা হচ্ছে ‘ডিবু মার্টিনেজ’।
ইনোভা স্পেস এক্সের সিইও আলেজান্দ্রো কর্ডেরো বলেছেন, তাঁরা পিকো স্যাটেলাইটটির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। যা প্রথমে সিমন বলিভার নামে পরিচিত ছিল এবং মার দেল প্লাতার বিশ্বচ্যাম্পিয়ন গোলকিপারের নাম অনুসারে এটি নামকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী পর্যায়ে লিবার্টাডোর নাম রেখে দেওয়া হবে।
সংস্থার পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ‘এই ঘটনা সবাইকে দেখিয়ে দিয়েছে যে কোনও কিছুই অসম্ভব নয়। ইউনিভার্সিটি স্পেস তাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করেছে। আমরা মার দেল প্লাতার আবেগকে সবসময় মর্যাদা দিই। এবং আমাদের ছাত্ররা দেখিয়ে দিয়েছে যে, সবকিছুই সম্ভব। ডিবু এবং পুরো জাতীয় দল ৩৬ বছর পর আর্জেন্টিনায় আমাদের কাঙ্ক্ষিত সেই বিশ্বকাপ এনে দিয়েছে। অধ্যাবসায় মাধ্যমে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে। দলকে চ্যাম্পিয়ন করার পেছনে ডিবুর দুর্দান্ত ভূমিকা রয়েছে। তাই আমাদের লিবারটোডেস ডি আমেরিকা স্যাটেলাইটটির নাম ডিবু মার্টিনেজের নামে করা হচ্ছে। পরে আবার লিবারটোডেস নামটি রেখে দেওয়া হবে।’
❤ Support Us