- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ২৪, ২০২৩
পেলে–মারাদোনা–গ্যারি সোবার্সের নামে মোহনবাগন ক্লাবে গেট, উদ্বোধন ৪ জুলাই
৪ জুলাই এই গেটের উদ্বোধন করবেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ

একমাস আগেই মোহনবাগান ক্লাবের মূল প্রবেশদ্বারের নামকরণ করা হয়েছে কিংবদন্তি ফুটবলার চুনী গোস্বামীর নামে। এবার আরও একটা চমক দিতে চলেছেন মোহনবাগান কর্তারা। নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে আরও একটা গেট। যার নামকরণ করা হবে পেলে–মারাদোনা–গ্যারি সোবার্সের নামে। আর এই নতুনভাবে সাজিয়ে তোলা গেটের উদ্বোধন করবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ।
মোহনবাগান মাঠে গোষ্ঠ পাল সরণির দিকে স্টেডিয়ামে ঢোকার জন্য একটা গেট রয়েছে। সাধারণত এই গেট দিয়ে গাড়ি ঢোকানো হয়। সেই গেট সংস্কার করা হচ্ছে। সেই গেটের নামকরণ করা হবে পেলে–মারাদোনা–গ্যারি সোবার্সের নামে। মঙ্গলবার কর্মসমিতির বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৪ জুলাই এমিলিয়ানো মার্টিনেজ এই গেটের উদ্বোধন করবেন। এই ব্যাপারে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, ‘চুনী গোস্বামীর নামে আমরা মূল প্রবেশদ্বারের নামকরণ করেছি। এবার ক্লাবের আরও একটা গেট পেলে–মারাদোনা–সোবার্সের নামে উৎসর্গ করছি। ৪ জুলাই এই গেটের উদ্বোধন করবেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ।’
আগামী ৪ জুলাই কলকাতায় আসবেন এমিলিয়ানো মার্টিনেজ। সেদিনই বিকেলে তিনি এই গেটের উদ্বোধন করবেন। তাঁকে সংবর্ধনা জানানোর জন্য একটা কমিটি গঠন করা হয়েছে। এই পাঁচ সদস্যের কমিটি এমিলিয়ানো মার্টিনেজের সংবর্ধনার বিষয়টি দেখাশোনা করবেন। সেদিন একটা প্রদর্শনী ম্যাচেরও আয়োজন করা হয়েছে। এই ম্যাচে অংশ নেবে পুলিশ কমিশনার একাদশ ও মোহনবাগান একাদশ। মাঠে বসে এই প্রদর্শনী ম্যাচ দেখবেন এমিলিয়ানো মার্টিনেজ। এমিলিয়ানো মার্টিনেজের হাত দিয়ে ১০ জন আজীবন সদস্যের হাতে সদস্যপদ তুলে দেওয়া হবে। মোহনবাগান ক্লাবের মিডিয়া সেন্টারের নামকরণ করা হচ্ছে প্রয়াত সচিব অঞ্জন মিত্রের নামে। আগামী ২০ জুলাই তাঁর জন্মদিনে এই মিডিয়া সেন্টারের উদ্বোধন করা হবে।
❤ Support Us