- এই মুহূর্তে
- জানুয়ারি ৩, ২০২৩
বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুমিত্রা সেনের প্রয়াণে সঙ্গীত জগতে শোকের ছায়া, শোক প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী

আর সেই সুরেলা কণ্ঠে শোনা যাবে না রবীন্দ্রনাথের গান। দর্শক ও শ্রোতাদের চোখের জলে ভাসিয়ে না ফেরার দেশে চলে চলে গেলেন স্বনামধন্য সঙ্গীতশিল্পী সুমিত্রা সেন।
প্রয়াত হলেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন। বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘ দিন ধরেই তিনি বার্ধক্য জনিত অসুখে ভুগছিলেন। ডিসেম্বরের শেষ দিকে দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ফুসফুসের পরীক্ষা করলে তাঁর ব্রঙ্কোনিউমোনিয়া ধরা পড়ে। গতকাল তাঁর দক্ষিণ কলকাতার বাড়িতে তাঁকে হাসপাতাল থেকে নিয়ে আসা হয়েছিল। মঙ্গলবার ভোরে নিজের বাসভবনেই চির বিদায় নিলেন তিনি। ফেসবুকে এই শোক সংবাদ জানান তাঁর কন্যা শ্রাবণী সেন। যিনি নিজেও একজন প্রথিতযশা সঙ্গীতশিল্পী।
শিল্পীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। সুমিত্রা সেনের দুই কন্যা শ্রাবণী ও ইন্দ্রানী সেন সহ তাঁর পরিবারের সকল সদস্য ও অনুরাগীদের সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকার কথা উল্লেখ করে তিনি বলেন যে সুমিত্রা সেনের মৃত্যু সঙ্গীত জগতের জন্য অপূরণীয় ক্ষতি।
শিল্পীর প্রয়াণে ব্যথিত সঙ্গীত জগতের দিকপালরা। বিশিষ্ট সঙ্গীত শিল্পী শিবাজী বন্দ্যোপাধ্যায় তাঁর প্রয়াণে রীতিমত শোকাহত। স্মৃতিচারণা করতে গিয়ে অভিনেত্রী সুচিত্রা সেনের ঠোঁটে তাঁর গাওয়া রবীন্দ্র সংগীতের জনপ্রিয়তার কথা উল্লেখ করেন।শোক জানিয়েছেন ধ্রুপদী সঙ্গীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী। তাঁর বক্তব্য খুব কম শিল্পী নিজের গাওয়া গানের ত্রুটি নিজে বুঝতে পারেন। সুমিত্রা সেন ছিলেন সেই হাতে গোনা কয়েকজন শিল্পীদের মধ্যে অন্যতম। রবীন্দ্র সঙ্গীত শিল্পী অরুন্ধতী হোম চৌধুরীও প্রয়াত শিল্পীর স্মৃতিচারণা করতে গিয়ে তাঁর কাছে নিজের সঙ্গীতশিক্ষার কথা উল্লেখ করেছেন। এপ্রসঙ্গে তিনি বলেন যে সুমিত্রা মিত্রের ক্লাসে শিক্ষক ছাত্রের মধ্যেকার সীমা থাকত না। এতটাই বন্ধুর মত মিশে গান শেখাতেন তিনি।
জীবনে বহু গান গেয়েছেন তিনি। ছায়াছবিতে তাঁর গাওয়া একাধিক গান জনপ্রিয় হয়েছে। রবীন্দ্র সঙ্গীতের এক অগ্রগণ্য শিল্পী সুমিত্রা নিজের সঙ্গীত প্রতিভায় একাধিক শ্রোতার মন জয় করে নিয়েছিলেন। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১২ সালে ‘সঙ্গীত মহাসম্মান’ -এ সম্মানিত করে। শেষ দিকে গানের জগত থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে নিয়েছিলেন। আজ তাঁর মৃত্যুর পর সে কণ্ঠ হয়ত আর শোনা যাবে না কিন্তু শ্রোতাদের জন্য তিনি রেখে গেলেন এক বিশাল সঙ্গীত সম্ভার।
❤ Support Us