- এই মুহূর্তে দে । শ
- জুন ৩, ২০২৪
সেনা জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত ভূস্বর্গ , পুলওয়ামার কুলগামে উদ্ধার একাধিক যুদ্ধাস্ত্র

অশান্ত কাশ্মীর উপত্যকা। সোমবার সকালে পুলওয়ামার নিহামা এলাকায় সেনা এবং জঙ্গিদের মধ্যে মুখোমুখি সংঘর্ষের খবর পাওয়া গেছে। কাশ্মীর জোন পুলিশ তাদের এক্স হ্যান্ডেলে এ ঘটনার উল্লেখ করেছে।এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। এলাকায় টহল দিচ্ছে সেনা।
এলাকায় লুকিয়ে আছে বেশ কিছু জঙ্গি, গোপন সুত্রে এ খবর পেয়ে হানা দেয় নিরাপত্তা বাহিনী ও জম্মু কাশ্মীর পুলিশ। তাদের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে জঙ্গিরা। পাল্টা উত্তর দেয় সেনাও। হতাহতের খবর না পাওয়া গেলেও এলাকায় এনকাউন্টার চলছে বলে জানা গেছে। এই অপারেশনের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন কোট নালা।’ উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, গুলি এবং যুদ্ধের আগ্নেয়াস্ত্র৷ চিনার করপসের একটি পোস্টে জানান হয়, কুপওয়ারা, আওরার ঘন জঙ্গল এলাকায় অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র লুকিয়ে রেখেছিল জঙ্গিরা ৷ নিরাপত্তা বাহিনীর অনুমান ভারতে কোনও বড় হামলা করার উদ্যোগ নিয়েছিল তারা।
গত ৬ মে জম্মু কাশ্মীরের কুলগামের লড়াইয়ে সেনাবাহিনী ৪ সন্ত্রাসবাদীকে খতম করে । নিরাপত্তা বাহিনী সে অভিযানের নাম দেয় , ‘অপারেশন রেদওয়ানি পাইন’। চিনার কর্পস্ তাদের এক্স হ্যান্ডেলে জানিয়েছে, জঙ্গিদের সন্ধানে রেদওয়ানি পাইন এলাকায় প্রায় ৪০ ঘণ্টা তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। অবশেষে তারা ৪ জঙ্গিকে নিকেশ করতে সক্ষম হয়। তারা জানিয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র।
❤ Support Us