Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ১৮, ২০২৩

বিশ্বকাপে ইংল্যান্ডের চূড়ান্ত দল থেকে বাদ ২০১৯ চ্যাম্পিয়ন দলের গুরুত্বপূর্ণ সদস্য

আরম্ভ ওয়েব ডেস্ক
বিশ্বকাপে ইংল্যান্ডের চূড়ান্ত দল থেকে বাদ ২০১৯ চ্যাম্পিয়ন দলের গুরুত্বপূর্ণ সদস্য

বিশ্বকাপের চূড়ান্ত দলে চমক ইংল্যান্ডের। ১৫ জনের চূড়ান্ত দল থেকে ছেঁটে ফেলা হল জেসন রয়কে। তাঁর জায়গায় সুযোগ দেওয়া হয়েছে হ্যারি ব্রুককে। রবিবারই ১৫ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে ইংল্যান্ড। বিশ্বকাপের জন্য প্রাথমিক দলে এই একটাই বদল।
২০১৯ বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জেসন রয়। এবছর বিশ্বকাপের জন্য প্রাথমিক দলেও ছিলেন। ওপেনার হিসেবে তিনি দলে সুযোগ পেয়েছিলেন। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে পিঠে ব্যাথার জন্য খেলার সুযোগ পাননি। তাঁর পরিবর্তে সুযোগ পেয়ে দারুণভাবে কাজে লাগান ডেভিড মালান। ৩ ম্যাচে ২৭৭ রান করে বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা করে নিয়েছেন। বিশ্বকাপে জনি বেয়ারস্টোর সঙ্গে তিনিই ওপেন করবেন। জেসন রয়ের জায়গায় সুযোগ দেওয়া হয়েছে হ্যারি ব্রুককে। তাঁকে প্রয়োজনে মিডল অর্ডারে ব্যবহার করবে টিম ম্যানেজমেন্ট।
বেন স্টোকসের অবসর ভেঙে ফিরে আসাটাও জেসন রয়ের বিপক্ষে গেছে। স্টোকসকে জায়গা করে দিতেই বিশ্বকাপের প্রাথমিক দলে সুযোগ হয়নি হ্যারি ব্রুকের। বেন স্টোকস ও জেসন রয় দুজনই প্রাথমিক দলে ছিলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ওপেনার হিসেবে ব্রুক অবশ্য চূড়ান্ত ব্যর্থ। ৩ ম্যাচে করেন ৩৭। তা সত্ত্বেও তাঁকে চূড়ান্ত দলে রাখা হয়েছে।
বিশ্বকাপে ইংল্যান্ডের ১৫ জনের চূড়ান্ত দল: জস বাটলার (অধিনায়ক), মইন আলি, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, সাম কারেন, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, রিস টপলে, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!