Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ২৯, ২০২৪

অবিশ্বাস্য ব্যাটিং পোপের, দুরন্ত হার্টলি, পিছিয়ে থেকেও দুর্দান্ত জয় ইংল্যান্ডের

আরম্ভ ওয়েব ডেস্ক
অবিশ্বাস্য ব্যাটিং পোপের, দুরন্ত হার্টলি, পিছিয়ে থেকেও দুর্দান্ত জয় ইংল্যান্ডের

টেস্ট ক্রিকেট নাকি জনপ্রিয়তা হারিয়েছে?‌ টেস্ট ক্রিকেটে নাকি আর প্রাণ নেই?‌ অস্ট্রেলিয়া–ওয়েস্ট ইন্ডিজ, ভারত–ইংল্যান্ড দুটি টেস্ট দেখলে, নিন্দুকেরা অন্য কথা বলবেন। গোটা ক্রিকেট বিশ্ব যেমন সাক্ষী থেকেছে অস্ট্রেলিয়া–ওয়েস্ট ইন্ডিজ টেস্টের নাটকীয় সমাপ্তির। তেমনই রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থেকে ভারত–ইংল্যান্ড টেস্টের। প্রথম ইনিংসে ১৯০ রানে পিছিয়ে থেকেও ভারতের বিরুদ্ধে ২৮ রানে অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ডের জয়ের দুই নায়ক অলি পোপ ও টম হার্টলি।
ইংল্যান্ডের ২৪৬ রানের জবাবে ভারত প্রথম ইনিংসে তুলেছিল ৪৩৬ রান। রোহিত শর্মার দল এগিয়ে যায় ১৯০ রানে। অনেকেই ভেবেছিলেন, হায়দরাবাদের ঘূর্ণি উইকেটে দ্বিতীয় ইনিংসে ভারতীয় স্পিনারদের সামনে দিশা খুঁজে পাবেন না ইংল্যান্ড ব্যাটাররা। তৃতীয় দিন একসময় ১৬৩ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল ইংল্যান্ড। এরপর বেন ফোকসকে নিয়ে লড়াই শুরু অলি পোপের। ফোকস আউট হওয়ার পর পোপকে সঙ্গ দেন রেহান আমেদ।
তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান ছিল ৬ উইকেটে ৩১৬। অলি পোপ ১৪৮ ও রেহান আমেদ ১৬ রানে ক্রিজে ছিলেন। ভারতীয় শিবির ভেবেছিল, সাত সকালেই গুটিয়ে দেবে ইংল্যান্ডকে। কিন্তু পোপ, রেহান, টম হার্টলিদের দুরন্ত ব্যাটিং ভারতের আশায় জল ঢেলে দেয়। পোপ ও রেহানে জুটিতে ওঠে ৬৪। ২৮ রান করে আউট হন রেহান। এরপর হার্টলি যোগ্য সহায়তা করেন পোপকে। দুজনের জুটিতে ওঠে ৮০। এই জুটিই ইংল্যান্ডকে ভাল জায়গায় পৌঁছে দেয়। ৩৪ রান করে আউট হন হার্টলি। মাত্র ৪ রানের জন্য দ্বিশতরান হাতছাড়া করেন পোপ। ১৯৬ রান করে বুমরার বলে বোল্ড হন তিনি। ইংল্যান্ড তোলে ৪২০। ৪১ রানে ৪ উইকেট নেন বুমরা। ৩ উইকেট নেন অশ্বিন। ২ উইকেট জাদেজার।
জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৩১। ভাল শুরু করেছিলেন রোহিত (‌৩৯)‌ ও যশস্বী (‌১৫)‌। দ্বাদশ ওভারে যশস্বীকে তুলে নিয়ে জুটি ভাঙেন হার্টলি। একই ওভারে শুভমানকেও (‌০)‌ ফেরান। রোহিত আউট হওয়ার পর লোকেশ রাহুল ও অক্ষর প্যাটেল সাময়িক প্রতিরোধ গড়ে তোলেন। অক্ষরকে (‌১৭)‌ তুলে নিয়ে জুটি ভাঙেন হার্টলি। এরপরই ধস নামে ভারতের ইনিংসে। পরপর ফিরে যান রাহুল (‌২২)‌, জাদেজা (‌২)‌ ও শ্রেয়স (‌১৩)‌।
১১৯ রানে ৬ উইকেট হারিয়ে চূড়ান্ত বিপর্যয়ে পড়ে ভারত। মনে হচ্ছিল ইংল্যান্ডের জয় সময়ের অপেক্ষা। কিন্তু শ্রীকর ভরত ও অশ্বিনের লড়াই স্বপ্ন দেখাচ্ছিল ভারতকে। ভরতকে (‌২৮)‌ তুলে নিয়ে জুটি ভাঙেন সেই হার্টলি। ভরতকে তুলে নেওয়ার পরপরই অশ্বিনকেও (‌২৮) ফেরান। অশ্বিন আউট হওয়ার পর দুই আম্পায়ার আরও ৩০ মিনিট বেশি সময় খেলানোর সিদ্ধান্ত নেন। বুমরা ও মহম্মদ সিরাজ সেই সময়টাও প্রায় কাটিয়ে দিচ্ছিলেন। শেষ মুহূর্তে হার্টলির বলে স্টাম্পড হন সিরাজ (‌১২)‌। ২০২ রানে গুটিয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। ৬ রানে অপরাজিত থাকেন বুমরা। ৬২ রানে ৭ উইকেট নেন হার্টলি। ২৮ রানে জিতে ৫ ম্যাচের টেস্ট সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।  ‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!