- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- মে ১১, ২০২৪
এক যুগের সমাপ্তি ঘটছে ইংল্যান্ড ক্রিকেটে, টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত অ্যান্ডারসনের

ইংল্যান্ডের ক্রিকেটে এক যুগের অবসান ঘটতে চলেছে। টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন জেমস অ্যান্ডারসন। জুলাইতে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন ৪২ বছর বয়সী ইংল্যান্ডের এই জোরে বোলার। নিজের ইনস্টাগ্রাম পোস্টে এমনই জানিয়েছেন অ্যান্ডারসন।
ইনস্টাগ্রাম পোস্টে অ্যান্ডারসন লিখেছেন, ‘সবাইকে কথা বলতে চাই যে, লর্ডসে গ্রীষ্মের প্রথম টেস্টই হবে আমার জীবনের শেষ টেস্ট। দেশের প্রতিনিধিত্ব করার জন্য অবিশ্বাস্য ২০ বছর কাটিয়েছি। আমি ছোটবেলা থেকেই যে খেলা পছন্দ করতাম, সেই খেলায় দেশের হয়ে দীর্ঘ সময় প্রতিনিধিত্ব করেছি। ইংল্যান্ড দলকে খুব মিস করব। কিন্তু আমি জানি, সময়ের সঙ্গে সঙ্গে সরে যেতে হয়। অন্যদের সুযোগ দেওয়ার এটাই সঠিক সময়। আমি যেমন সুযোগ পেয়েছিলাম, ঠিক তেমনই অন্যদেরও স্বপ্ন সফল করার সুযোগ দিতে হবে। কারণ এর চেয়ে বড় অনুভূতি আর কিছু নেই।’
অ্যান্ডারসন আরও লিখেছেন, ‘ড্যানিয়েলা, লোলা, রুবি এবং আমার বাবা–মায়ের ভালবাসা এবং সমর্থন ছাড়া আমি এতদূর এগোতে পারতাম না। পরিবারের সকলের কাছে আমি কৃতজ্ঞ। এছাড়াও, সতীর্থ এবং কোচদের ধন্যবাদ, যারা দীর্ঘ সময় আমার পাশে দাঁড়িয়েছে। আমি সামনে থাকা নতুন চ্যালেঞ্জগুলির জন্য উত্তেজিত। সেইসঙ্গে আরও বেশি গল্ফের দিকে মনোযোগ দিতে চাই। যারা বছরের পর বছর ধরে আমাকে সমর্থন করেছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ।’
২০০৩ সালে লর্ডসেই টেস্ট অভিষেক হয়েছিল অ্যান্ডারসনের। সেই লর্ডসেই জীবনের শেষ টেস্ট খেলতে নামবেন। ১০ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লর্ডসেই টেস্ট সিরিজ শুরু হবে। ১৮৭ টেস্টে ৭০০ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। জোরে বোলারদের মধ্যে সর্বোচ্চ। চলতি বছরের শুরুতে ভারত সফরে অ্যান্ডারসন টেস্ট ক্রিকেটে ৭০০ উইকেটের মাইলস্টোনে পৌঁছন। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন অ্যান্ডারসন, মুরলিথরন (৮০০) ও প্রয়াত শেন ওয়ার্নের (৭০৮) পরেই। ১৮৭ টেস্টের পাশাপাশি ১৯৪ টি একদিনের ম্যাচ খেলেছেন অ্যান্ডারসন। উইকেট নিয়েছেন ২৬৯টি। দেশের হয়ে টি২০ ম্যাচ খেলেছেন ১৯টি। উইকেট নিয়েছেন ১৮টি। শেষ আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলেছেন ২০০৯ সালে। আক একদিনের ক্রিকেট খেলেছেন ২০১৫ সালে।
❤ Support Us