- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ২৪, ২০২৪
পাকিস্তানি বংশোদ্ভুত, ইংল্যান্ডের বশিরকে ভিসা দিল না ভারত, বিরক্ত বেন স্ট্রোকস
ক্রিকেট মাঠে আবার উঠে এল কূটনীতি। উসমান খোয়াজার পর আরও এক পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারের ভিসা নিয়ে সমস্যা তৈরি করল ভারত। পাকিস্তানি বংশোদ্ভূত ইংল্যান্ডের ২০ বছর বয়সী স্পিনার শোয়েব বশিরকে ভিসা দেয়নি ভারত। ভারতে আসার ভিসা না পেয়ে ইংল্যান্ড ফিরে গেছেন তিনি। হায়দারাবাদে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে বশির লকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে ইংল্যান্ডকে। দলের এই তরুণ স্পিনার ভিসা না পাওয়ায় হতাশ ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস।
আবুধাবিতে প্রস্তুতি শিবির শেষে রবিবার ভারতে এসেছে ইংল্যান্ড। ভিসা না পাওয়ায় দলের সঙ্গে আসতে পারেননি বশির। তাঁকে আবুধাবিতে রেখেই ভারতে এসেছিল গোটা দল। ইংল্যান্ড শিবির আশায় ছিল ভিসা সমস্যা মিটিয়ে মঙ্গলবার আবুধাবি থেকে ভারতে চলে আসবেন বশির। কিন্তু শেষ পর্যন্ত তিনি ভিসা পেলেন না। বশির ভিসা না পাওয়ায় কূটনৈতিক মহলে চাপানউতর শুরু হয়েছে।
পাকিস্তানি বংশোদ্ভূত শোয়েব বশিরের জন্ম ইংল্যান্ডের সারেতে। যেহেতু তিনি পাকিস্তানি বংশোদ্ভূত, তাই বশিরের ভিসা নিয়ে সমস্যা তৈরি করেছে ভারত। পাকিস্তানের সঙ্গে খারাপ সম্পর্কের জন্যই তাঁকে ভিসা দেওয়া হয়নি। এর আগে গতবছর অস্ট্রেলিয়া দল যখন ভারত সফরে এসেছিল তখন উসমান খোয়াজাও ভিসা সমস্যায় পড়েছিলেন। পাকিস্তানের জন্ম বলে খোয়াজাকে প্রথমে ভিসা দেয়নি ভারত। পরে কূটনৈতিক মহলে কথাবার্তার পর খোয়াজার ভিসা মঞ্জুর করে।
আর এক পাকিস্তানি বংশোদ্ভূত ইংল্যান্ডের ক্রিকেটার রেহান আহমেদকে অবশ্য ভিসা দিয়েছে ভারত। গত বছর বিশ্বকাপে তিনি ইংল্যান্ড দলে স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন। তাঁর ভিসা সংক্রান্ত কাগজপত্র তখনই তৈরি করে রাখা হয়েছিল। তাই রেহানের ক্ষেত্রে সমস্যা হয়নি। বশির ভিসা না পাওয়ায় বিরক্ত ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তিনি বলেন, “বশিরের ভিসা না পাওয়াটা খুবই হতাশার। আমরা ডিসেম্বরের মাঝামাঝি দল ঘোষণা করেছি। বশির এখন ভারতের ভিসা পাচ্ছে না। এর আগেও বেশ কয়েকজনকে এই সমস্যায় পড়তে হয়েছিল। বশিরের এটাই প্রথম জাতীয় দলের হয়ে সফর ওর জন্য খুবই খারাপ লাগছে।”
❤ Support Us