Advertisement
  • Uncategorized এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ২৬, ২০২৩

লঙ্কা বাহিনীর কাছে পরাজয়।বিশ্বকাপ থেকে কার্যত বিদায় গত বিশ্ব চ্যাম্পিয়নদের

আরম্ভ ওয়েব ডেস্ক
লঙ্কা বাহিনীর কাছে পরাজয়।বিশ্বকাপ থেকে কার্যত বিদায় গত বিশ্ব চ্যাম্পিয়নদের

চিত্র: সংবাদ সংস্থা

গতবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কী হাল!‌ এবার সেমিফাইনালের আগেই বিদায়!‌ তেমন পরিস্থিতিই তৈরি হয়েছে ইংল্যান্ডের। শ্রীলঙ্কার কাছে হেরে বিশ্বকাপ থেকে কার্যত বিদায় জস বাটলারদের। সেমিফাইনালের সম্ভাবনা শুধুমাত্র জটিল অঙ্কের ওপর দাঁড়িয়ে। বেঙ্গালুরুতে ইংল্যান্ডকে ৮ উইকেটে উড়িয়ে বিশ্বকাপ জমিয়ে দিল শ্রীলঙ্কা।

টস জিতে বেঙ্গালুরুর ব্যাটিং সহায়ক উইকেটে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। শ্রীলঙ্কার বোলারদের সামনে একেবারেই সুবিধা করতে পারেননি বাটলাররা। ১৫৬ রানে গুটিয়ে যায়। বিশ্বকাপে ইংল্যান্ডের এটাই সর্বনিম্ন স্কোর। বেন স্টোকস ৪৩, জনি বেয়ারস্টো ৩০, ডেভিড মালান ২৮, মঈন আলি ১৫ ও ডেভিড উইলি অপরাজিত ১৪ রান করেন। ম্যাচের সেরা লাহিরু কুমারা ৭ ওভারে ৩৫ রান খরচ করে নিলেন ৩ উইকেট তুলে নেন। কাসুন রাজিথা ও অ্যাঞ্জেলো ম্যাথুজ ২টি করে এবং মহেশ থিকশানা ১ উইকেট পান।

জয়ের জন্য ১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কার শুরুটা ভাল হয়নি। ৯ রানে প্রথম উইকেট হারায়। কুশল পেরেরা ৫ বলে ৪ রান করে ডেভিড উইলির বলে আউট হন। পড়ে ৯ রানে। দ্বিতীয় উইকেট পড়ে ২৩ রানের মাথায়। অধিনায়ক কুশল মেন্ডিসকেও তুলে নেন ডেভিড উইলি। ১২ বলে ১১ রান করে তিনি আউট হন।

২৩ রানে ২ উইকেট হারানোর পর দলকে টেনে নিয়ে যান পাথুম নিসঙ্কা ও সাদিরা সমরাবিক্রমা। দুজনের জুটিতে ১২২ বলে ওঠে ১৩৭। এই জুটিই শ্রীলঙ্কাকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। নিসঙ্কা ৫৪ বলে এবং সমরবিক্রমা ৪৪ বলে অর্ধশতরান পূর্ণ করেন। ওপেন করতে নামা নিসঙ্কা ৭টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৮৩ বলে ৭৭ রানে অপরাজিত থাকেন। ৭টি চার ও একটি ছয়ের সাহায্যে ৫৪ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন সমরবিক্রমা। উইলি ৫ ওভারে ৩০ রান দিয়ে ২টি উইকেট দখল করেন।

শ্রীলঙ্কার কাছে হেরে ৫ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে নবম স্থানে থাকল ইংল্যান্ড। অন্যদিকে, ৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এল শ্রীলঙ্কা।


  • Tags:
❤ Support Us
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
error: Content is protected !!