Advertisement
  • Uncategorized মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ১২, ২০২৩

ইংল্যান্ডের কাছে ৯৩ রানে হেরে, বিশ্বকাপের অভিযান শেষ পাকিস্তানের

আরম্ভ ওয়েব ডেস্ক
ইংল্যান্ডের কাছে ৯৩ রানে হেরে, বিশ্বকাপের অভিযান শেষ পাকিস্তানের

জটিল অঙ্কের ওপর বেঁচে ছিল পাকিস্তানের সেমিফাইনালে ওঠার অলীক স্বপ্ন। টস জিতে ইংল্যান্ড ব্যাট নেওয়ার সঙ্গে সঙ্গে স্বপ্নের সলিল সমাধি। শেষ চারের টিকিট না পেলেও সুযোগ ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে জিতে বিশ্বকাপ অভিযান শেষ করার। সেই স্বপ্নও পূরণ হল না পাকিস্তানের। ইংল্যান্ডের কাছে ৯৩ রানে হেরে দেশে ফিরতে হচ্ছে বাবর আজমদের।

পাকিস্তানকে এদিন সুযোগ দেওয়ারই ইচ্ছে ছিল না ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের। তাই টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। এদিনও পাকিস্তান বোলারদের দৈন্যদশা ফুটে উঠল। পাওয়ার প্লে–তে আঘাত হানতে ব্যর্থ শাহিন আফ্রিদিরা। প্রথম ব্রেক থ্রু আসে ১৪ তম ওভারের তৃতীয় বলে। দাউইদ মালানকে (‌৩১)‌ ফেরান ইফতিখার আমেদ। ওপেনিং জুটিতে ততক্ষণে ৮২ রান তুলে ফেলেছে ইংল্যান্ড। ১০৮ রানের মাথায় জনি বেয়ারস্টোকে (‌৬১ বলে ৫৯)‌ তুলে নেন হ্যারিস রউফ।

এরপর ইংল্যান্ডকে টেনে নিয়ে যান জো রুট ও বেন স্টোকস। দুজনের জুটিতে ওঠে ১৩২ রান। এই জুটিই ইংল্যান্ডের বড় রানের ভিত গড়ে দেয়। শাহিন আফ্রিদির দুরন্ত ইয়র্কারে সেঞ্চুরির মুখ থেকে ফেরেন বেন স্টোকস। ৭৬ বলে ৮৪ রান করে তিনি আউট হন। শেষ দিকে ঝড় তোলেন জস বাটলার (‌১৮ বলে ২৭)‌, হ্যারি ব্রুক (‌১৭ বলে ৩০)‌, ডেভিড উইলিরা (‌৫ বলে ১৫)‌। এদের সৌজন্যেই ৫০ ওভারে ৩৩৭/‌৯ রান তোলে ইংল্যান্ড। ৬৪ রানে ৩ উইকেট নেন হ্যারিস রউফ। ৭২ রানে ২ উইকেট নেন শাহিন আফ্রিদি। ৭৪ রানে ২ উইকেট মহম্মদ ওয়াসিম জুনিয়রের।

সেমিফাইনালে যেতে গেলে ৬.‌৪ ওভারে ৩৩৮ রান তুলতে হত পাকিস্তানকে। ক্রিকেটের কোনও অঙ্কেই সম্ভব ছিল না। তবে জিতে বিশ্বকাপ অভিযান শেষ করার সুযোগ ছিল বাবর আজমদের সামনে। কিন্তু শুরুতেই জয়ের স্বপ্ন ধাক্কা খায় পাকিস্তানের। ইনিংসের দ্বিতীয় বলেই আবদুল্লা শফিককে (‌০)‌ তুলে নেন ডেভিড উইলি। এক ওভার পরে ফেরান ফখর জামানকে (‌১)‌। এরপর মহম্মদ রিজওয়ানের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন বাবর আজম। বাবর ফিরতেই জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় পাকিস্তানের। ৪৫ বলে ৩৮ রান করে আউট হন পাক অধিনায়ক।

মহম্মদ রিজওয়ানও দলকে বেশিক্ষণ টানতে পারেননি। ৫১ বলে ৩৬ রান করে তিনি আউট হন। সৌদ শাকিল ৩৭ বলে করেন ২৯ রান। ১২৬ রানে ৫ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ইফতিখার আমেদ (৩), শাদাব খান (৪) রান পাননি। সৌদ শাকিল (৫১), শাহিন আফ্রিদি (২৩), হ্যারিস রউফদের (৩৫) সৌজন্যে ২৪৪ রানে পৌঁছয় পাকিস্তান। ইংল্যান্ডের হয়ে ডেভিড উইলি তিনটি, আদিল রশিদ, মইন আলী ও অ্যাটকিনসন দুটি করে উইকেট নেন।

  ‌


  • Tags:
❤ Support Us
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
error: Content is protected !!