- মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ৯, ২০২৩
নেদারল্যান্ডকে ১৬০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল ইংল্যান্ড
সেমিফাইনালের লড়াই থেকে আগেই ছিটকে গেছে ইংল্যান্ড ও নেদারল্যান্ড। বিশ্বকাপের নিরিখে দুই দলের কাছেই নিয়মরক্ষার ম্যাচ। তবে গুরুত্ব অন্য জায়গায়। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ পেতে গেলে বিশ্বকাপে প্রথম আটের মধ্যে থাকতে হবে। এইরকম গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডকে ১৬০ রানে হারিয়ে লিগ টেবিলে সপ্তম স্থানে উঠে এল ইংল্যান্ড। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল। ইংল্যান্ডের জয়ের নায়ক বেন স্টোকস। দুর্দান্ত সেঞ্চুরি করে দলের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। এদিনও ব্যর্থ জনি বেয়ারস্টো (১৫)। চলতি বিশ্বকাপ নিশ্চিতভাবেই ভুলতে চাইবেন ইংল্যান্ডের এই ওপেনার। তাঁর ব্যর্থতা ঢেকে দিলেন দাওইদ মালান (৭৪ বলে ৮৭)। জো রুটের (৩৫ বলে ২৮) সঙ্গে জুটি বেঁধে দলের বড় রানের ভিত গড়ে দিয়েছিলেন। মালান আউট হওয়ার পর দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তুলে নেন বেন স্টোকস।
বিশ্বকাপে স্টোকসের ওপর অনেকটাই নির্ভর করেছিল ইংল্যান্ড। চোটের জন্য শুরুর দিকে খেলতে পারেননি। প্রথম একাদশে ফিরলেও তেমন ছন্দে ছিলেন না। নেদারল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং। বিশ্বকাপে তাঁর প্রথম সেঞ্চুরিই বড় রানে পৌঁছে দেয় ইংল্যান্ডকে। ৮৪ বলে ১০৮ রান করেন স্টোকস। হ্যারি ব্রুক (১১), জস বাটলার (৫), মইন আলিরা (৪) ব্যর্থ। এদের ব্যর্থতা পুশিয়ে দেন স্টোকস ও ক্রিস ওকস। ৪৫ বলে ৫১ রান করেন ওকস। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩৯ রান করে ইংল্যান্ড।
ইংল্যান্ডের বড় রান তাড়া করতে হল্যান্ডকে যে বেগ পেতে হবে, এটা জানাই ছিল। শুরুতেই ম্যাক্স ওডোড (৫) ও কলিন অ্যাকেরম্যানকে (০) তুলে নেন ক্রিস ওকস এবং ডেভিড উইলি। সেই ধাক্কা থেকে বেরিয়ে আসতে পারেনি হল্যান্ড। ওপেনার ওয়েসলি বারেসি (৬২ বলে ৩৭) কিছুটা রুখে দাঁড়ান। মিডল অর্ডারে লড়াই করেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেট (৩৩), স্কট এডওয়ার্ডস (৪২ বলে ৩৮), তেজা নিদামানুরু (অপরাজিত ৪১ )। শেষ পর্যন্ত ৩৭.২ ওভারে ১৭৯ রানে গুটিয়ে যায় হল্যান্ড। ৪২ রানে ৩ উইকেট নেন মইন আলি। ৪৫ রানে ৩ উইকেট আদিল রশিদের।
❤ Support Us