- মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ১১, ২০২৩
সাইকা, শ্রেয়াঙ্কার ঘূর্ণিতে নিয়মরক্ষার ম্যাচে জয় ভারতীয় মহিলা দলের
প্রথম দুটি ম্যাচে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। দুটি ম্যাচেই হারতে হয়েছিল। তবে সিরিজ হাতছাড়া হলেও ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে দারুণভাবে জ্বলে উঠল ভারতীয় মহিলা দল। তৃতীয় টি২০ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছে ৫ উইকেটে। দুরন্ত বোলিং বাংলার সাইকা ইশাকের।
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ইনিংসের তৃতীয় বলেই মাইয়া বাউচেরকে (০) তুলে নিয়ে ইংল্যান্ডকে রেণুকা সিং যে ধাক্কা দিয়েছিলেন, তা থেকে বেরিয়ে আসতে পারেনি। ২৬ রানে ৩ উইকেট হারায় ইংলান্ড। হিদার নাইট ও অ্যামি জেমস সাময়িক প্রতিরোধ গড়ে তোলেন। পরপর ২ বলে অ্যামি জেমস (২৫) ও ড্যানিয়েলে গিবসনকে (০) তুলে নিয়ে ইংল্যান্ডের মিডল অর্ডারে ধস নামান সাইকা ইশাক। লোয়ার মিডল অর্ডারে বেস হেথ (১), ফ্রেয়া কেম্প (০) ও একলেস্টোনকে (২) তুলে নিয়ে ইংল্যান্ডের বড় রানের স্বপ্নের সলিলসমাধি ঘটান শ্রেয়াঙ্কা পাটিল।
হিদার নাইটের সৌজন্যে ইংল্যান্ড ২০ ওভারে ১২৬ রানে পৌঁছয়। ৪২ বলে ৫২ রান করে ইনিংসের শেষ ওভারে আউট হন নাইট। ১৫ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন শার্লি ডিন। ২২ রানে ৩ উইকেট নেন সাইকা ইশাক। ১৯ রানে ৩ উইকেট শ্রেয়াঙ্কা পাটিলের। ২টি করে উইকেট নেন রেণুকা সিং ও আমনজোত কাউর।
জয়ের জন্য ১২৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই ধাক্কা খায় ভারত। ফ্রেয়া কেম্পের বলে বোল্ড হন শেফালি ভার্মা (৬)। স্মৃতি মানধানা ও জেমিমা রডরিগেজের জুটি ভারতকে টেনে নিয়ে যায়। আগের দুটি ম্যাচে ব্যর্থ হলেও এদিন দারুণ ব্যাট করেন স্মৃতি ও ও জেমিমা। দুজনের জুটিতে ওঠে ৫৭ রান। ৩৩ বলে ২৯ রান করে আউট হন দীপ্তি শর্মা (১২), রিচা ঘোষরা (২) রান না পেলেও ভারতকে জয়ের দিকে এগিয়ে দেন স্মৃতি মানধানা। ৪৮ বলে তিনি করেন ৪৮। ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৭ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত। হরমনপ্রীত কাউর ৬ ও আমনজোত কাউর ১০ রান করে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন ফ্রেয়া কেম্প ও সোফিয়া একলেস্টোন।
❤ Support Us