Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ২৬, ২০২২

‌সাকিব, লিটন নাইট রাইডার্সে, রেকর্ড সাড়ে ১৮ কোটির দর পেলেন স্যাম কারেন

আরম্ভ ওয়েব ডেস্ক
‌সাকিব, লিটন নাইট রাইডার্সে, রেকর্ড সাড়ে ১৮ কোটির দর পেলেন স্যাম কারেন

বিদেশি ক্রিকেটারদের মধ্যে ২০২১ সালে আইপিএলের মিনি নিলামে ১৬.২৫ কোটি টাকায় দল পেয়ে নজির গড়েছিলেন ক্রিস মরিস। তার সেই রেকর্ড ভেঙে দিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারেন। শুক্রবার ২০২৩ সালের আইপিএলের মিনি নিলামে তাঁকে ১৮ কোটি ৫০ লক্ষ টাকায় তুলে নিল পাঞ্জাব কিংস। ২ কোটি টাকা বেস প্রাইসে শুরু হয়েছিল নিলাম।

স্যাম কারেন ছাড়াও এবার আইপিএলের মিনি নিলামে ভাল দর পেয়েছেন অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন। ২ কোটি টাকার বেস প্রাইস থেকে তাংকে ১৭.‌১৫ কোটি দিয়ে কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স। ভাল দাম পেয়েছেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসও। তাঁকে ১৬.‌২৫ কোটি দিয়ে কিনেছে চেন্নাই সুপার কিংস। ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরাণকে ১৬ কোটি টাকায় কিনেছে লখনউ সুপার জায়ান্টস। ইংল্যান্ডের আর এক ক্রিকেটার হ্যারি ব্রুককে ১৩.‌২৫ কোটি টাকায় কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ। ব্রুকসের বেস প্রাইস ছিল ১.‌৫ কোটি টাকা। ৮.‌২৫ কোটি টাকা দিয়ে মায়াঙ্ক আগরওয়ালকেও কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ।

অজিঙ্ক রাহানেকে বেস প্রাইস ৫০ লাখে নিয়েছে চেন্নাই সুপার কিংস। মণীশ পান্ডেকে ২.‌৪০ কোটি টাকাতে কিনেছে দিল্লি ক্যাপিটলস। নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনকে ২ কোটি বেস প্রাইসে নিয়েছে গুজরাট টাইটান্স। জো রুটকে ১ কোটি টাকায় কিনেছে রাজস্থান রয়্যালস। তামিলনাডুর এন জগদীশন, হিমাচল প্রদেশের বৈভব আরোররা, পাঞ্জাবের মনদীপ সিং, বাংলাদেশের লিটন দাস, সাকিব আল হাসান, নামিবিয়ার ডেভিড উইসেকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!