- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ১৪, ২০২৫
বাঘাযতীনে ভেঙে পড়লো বহুতল, গার্ডেনরিচের ঘটনার ছায়া

বছর ঘুরতেই গার্ডেনরিচের ঘটনার পুনরাবৃত্তি ? চারতলা বাড়ি ভিত থেকে উপড়ে হেলে গেল পাশের বাড়ির দিকে ৷ মঙ্গলবার নেতাজী নগর থানা এলাকার বাঘাযতীনে ৯৯ ওয়ার্ডে বিদ্যাসাগর কলোনির একটি আবাসন ভেঙে পড়েছে। তবে এখন সেখানে কোণো বাসিন্দা থাকছিলেন না। তাই অল্পের জন্য দুর্ঘটনা এড়ানো গেছে। আবাসনে মেরামতির কাজ চলছিল, তখনই এই ঘটনা ঘটে। এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়ায় । কী কারণে বিল্ডিংটি ভেঙে পড়লো তার নির্দিষ্ট কোনো খবর এই মুহূর্তে পাওয়া যায় নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পৌরসভার আবাসান কর্মকর্তারা। রয়েছেন যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার ও কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধায়। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিপর্যয় মোকাবিলা দল ও কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ শহরতলি) বিদিশা কলিতা দাশগুপ্ত।
দুর্ঘটনা প্রসঙ্গে কাউন্সিলর মিতালী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “আমি খবর পেয়ে এসেছি। বাড়িটিতে যখন মেরামতির কাজ চলছিল, আমি মিস্ত্রিদের কাজ বন্ধ রাখতে বলেছিলাম। আমার অফিসে এসে অনুমতি নিতে বলেছিলাম। এর মধ্যেই আবাসনটি হেলে পড়ল।”
স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যাচ্ছে, ‘শুভ অ্যাপার্টমেন্ট’ নামের ওই আবাসনে বহু আগে থেকেই ফাটল দেখা গেছিল। কিন্তু সেরকম কোনো ব্যবস্থা নেওয়া হয় নি। সেই সময় পুরসভা ওই ফ্ল্যাটের বাসিন্দাদের অন্যত্র থাকবার নির্দেশ দেরোয়া হয়। অভিযোগ তারপরেও বাসিন্দাদের কেউ কেউ থাকতেন সেখানে। সম্প্রতি মেরামতের কাজ শুরু হয় সেখানে। হাইড্রোলিক জ্যাক দিয়ে বাড়িটি উঁচু করা হচ্ছিল। যাতে স্থানীয় কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায় আপত্তি করলেও, তা আগ্রহ্য করেই এই কাজ হচ্ছিল বলে অভিযোগ। আরো অভিযোগ, কমদামি, খারাপ সামগ্রী দিয়ে ড্রেনের উপরে আবাসনটি নির্মাণ করেছিলেন বিল্ডার। পুরসভার কোনো নিয়ম সেখানে মানা হয় নি। তারই পরিণতি আজকের এই দুর্ঘটনা। বাড়ির মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করবে পুরসভার।
যাদবপুরের তৃণমূল বিধায়ক জানিয়েছেন, “বাড়িটি ১০-১২ বছরের পুরনো। বাড়িটি হেলে গিয়েছিল। ফ্ল্যাটবাড়ির কর্তৃপক্ষ হরিয়ানার এক সংস্থার সাহায্য নিয়ে বাড়িটি লিফ্ট করার চেষ্টা করছিলেন। কিন্তু এই ধরনের কাজের ক্ষেত্রে অনুমতি নিতে হয়। সেই অনুমতি নেওয়া হয়নি।” বাঘাযতীনের ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, ‘ “পুরনো বাড়িগুলির প্ল্যান খতিয়ে দেখা হচ্ছে। এদিন আবাসনটিতে কেউ ছিল না। কোনও হতাহত হয়নি, এটাই সৌভাগ্য।”
আজকের ঘটনা ২০২২ সালের মার্চে গার্ডেনরিচের ঘটনার স্মৃতি উসকে দিয়েছে। বেআইনি নির্মাণ ভেঙে সেদিন ১৩ জন মানুষ মারা গেছিলেন। সে ঘটনার পরেই বেআইনি নির্মাণ নিয়ে তৎপর হতে দেখা গেছিল কলকাতা পুরসভার কর্তা ও মেয়র ফিরহাদ হাকিমকে। অবৈধ নির্মাণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু গার্ডেনরিচের ঘটনা দেখেও অবস্থার কোণো কোনো পরিবর্তন হয় নি। শহর জুড়ে অবৈধ নির্মাণ চলছে রমরমিয়ে।
❤ Support Us