- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ৬, ২০২৩
বিশ্বকাপে ব্যর্থতা, শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড ভেঙে দিলেন দেশের ক্রীড়ামন্ত্রী
চলতি একদিনের বিশ্বকাপে লিক টেবিলে ভাল জায়গায় নেই শ্রীলঙ্কা। সেমিফাইনালের আশা কার্যত শেষ হয়ে গেছে। ক্রিকেট বোর্ড কর্তাদের দুর্নীতিতে জড়িয়ে পড়ার জন্য আগে থেকেই ক্ষিপ্ত ছিলেন ক্রিকেটপ্রেমীরা। ভারতের কাছে বিধ্বস্ত হওয়ার পর ক্ষোভের মাত্রা আরও বেড়েছে। চূড়ান্ত বিপর্যয় মেনে নিতে পারেনি শ্রীলঙ্কা সরকারও। একদিকে কর্তাদের দুর্নীতিতে জড়িয়ে পড়া অন্যদিকে বিশ্বকাপে ব্যর্থতা, এই দুই কারণেই দেশের ক্রিকেট বোর্ড ভেঙে দিয়েছেন শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী রোশন রানাসিংহে। ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে ১৯৯৬ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক অর্জুন রণতুঙ্গাকে।
দীর্ঘদিন ধরেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের মতবিরোধ চলছিল। শ্রীলঙ্কার ক্রিকেট দুর্নীতিতে ছেয়ে গিয়েছে। অভিযোগ পেয়ে সরকার ক্রিকেট বোর্ডের অডিট করার সিদ্ধান্ত নেয়। ২৬০ পাতার অডিট রিপোর্টে চরম দুর্নীতি প্রকাশ্যে এসেছে। দুর্নীতির তদন্ত করার জন্য ক্রীড়ামন্ত্রী রোশন রানাসিংহে তিন সদস্যের একটি কমিটিও গঠন করেছেন।
এই তদন্ত কমিটি কাজ করার মধ্যেই বিশ্বকাপের ব্যর্থতার জন্য ক্রিকেট বোর্ড ভেঙে দিল ক্রীড়ামন্ত্রক। কিছুদিন আগে আইসিসি–কে পাঠানো এক চিঠিতে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশন রানাসিংহে ক্রিকেট বোর্ডের কর্তাদের বিশ্বাসঘাতক, অবিশ্বস্ত, নির্লজ্জ বলে অভিহিত করেছেন। ক্রীড়ামন্ত্রীর নির্দেশে ক্রিকেট বোর্ডের সচিব মোহন ডি’সিলভা পদত্যাগ করেছেন।
একদিকে ক্রিকেট বোর্ড দুর্নীতিতে জড়িয়ে পড়া তো ছিলই, তার ওপর বৃহস্পতিবার মুম্বইয়ের ভারতের কাছে বিধ্বস্ত হওয়ার পর দেশে বিক্ষোভ আর বেড়ে যায় এবং জনরোসের সৃষ্টি হয়। শনিবার বেশ কিছু ক্রিকেটপ্রেমী কলম্বোতে ক্রিকেট বোর্ডের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। ক্রিকেট বোর্ডের অফিসের সামনে পুলিশ মোতায়েন করা হয়। বোর্ড ভেঙ্গে দিয়ে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশন রানাসিংহে বলেন যে, ‘শ্রীলঙ্কা ক্রিকেট কর্তাদের পদে থাকার কোনও নৈতিক অধিকার নেই। ওদের স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত।’
ক্রিকেট বোর্ড ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন প্রশাসক কমিটি গঠন করেছেন ক্রীড়ামন্ত্রী রোশন রানাসিংহে। সেই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে অর্জুন রনতুঙ্গাকে। কমিটির বাকি সদস্যরা হলেন শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি উপালি ধর্মদাসা, প্রাক্তন বিচারক এসআই ইমাম, রোহিণী মারাসিংহে, ইরাঙ্গানি পেরেরা, আইনজীবী রাকিথা রাজাপক্ষে এবং শিল্পপতি হিশাম জামালদিন।
শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯৭৩ সালে রচিত শ্রীলঙ্কার ক্রীড়া আইনের নিয়ম মেনে ক্রিকেট বোর্ডকে ভেঙ্গে দেওয়া হয়েছে এবং অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে।
❤ Support Us