Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • ডিসেম্বর ৮, ২০২৩

মহুয়ার সাংসদ পদ খারিজের সুপারিশ এথিক্স কমিটির । চূড়ান্ত সিদ্ধান্তের আগে দেওয়া হোক ৪৮ ঘন্টা সময়, আর্জি তৃণমূল সহ ইন্ডিয়া জোট সদস্যদের

আরম্ভ ওয়েব ডেস্ক
মহুয়ার সাংসদ পদ খারিজের সুপারিশ এথিক্স কমিটির । চূড়ান্ত সিদ্ধান্তের আগে দেওয়া হোক ৪৮ ঘন্টা সময়, আর্জি তৃণমূল সহ ইন্ডিয়া জোট সদস্যদের

লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে তৃণমূল সংসদীয় দলের পক্ষ্যে একটি চিঠি দিয়েছেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। চিঠিতে সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ৪৯৫ পাতার এথিক্স কমিটির এই রিপোর্ট পড়ার জন্য ৪৮ ঘণ্টা সময় দেওয়া হোক। মহুয়া মৈত্রকে এই বিষয়ের উপর বলতে দেওয়া হোক।” সুদীপ বন্দ্যোপাধ্যায় রিপোর্টার হার্ড কপি স্পিকারের কাছে চেয়েছেন।

৪৯৫ পাতার এথিক্স কমিটির এই রিপোর্টে মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজের সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে। এছাড়াও মহুয়ার বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করতে হবে বলে রিপোর্টে সুপারিশ করা হয়েছে।

এদিকে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেছেন, “মহুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিলে এটা হবে নতুন সংসদের নতুন কলঙ্কের অধ্যায়। মহুয়ার বিরুদ্ধে কোনও প্রমাণ নেই। এটা প্রতিহিংসার থেকে করা হচ্ছে।”

বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, “এথিক্স কমিটির রিপোর্ট পেশ হয়েছে। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত, যে সাংসদই এটা করুক, সে সিপিএম, তৃণমূল যেই হোক, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।”

এদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলেছেন, “৪৯৫ পাতার রিপোর্ট পড়তে কম করে ৪৮ ঘন্টা সময় দরকার। তার পরে যা সিদ্ধান্ত নেওয়ার সেটা স্পিকার নিন। তবে এই নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সংসদে বিস্তারিত আলোচনা করা জরুরি। মহুয়া মৈত্রকে এই ইস্যুতে বলতে দিতে হবে। সেটা না করে একতরফা ভাবে তাঁর সাংসদ পদ খারিজ করলে, সেটা হবে প্রতিহংসার কাজ।”
ইন্ডিয়া জোটে সমস্ত সাংসদরা বলেছেন, “একতরফা ভাবে মহুয়া মৈত্রকে সাংসদ পদ থেকে বহিস্কার করলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র জোটবদ্ধ হয়ে প্রতিবাদ হবে।”

তবে মহুয়া মৈত্রর সাংসদ পদের ভবিষ্যৎ কী, সেটা জানা যাবে শুক্রবার দুপুর দু’টোর পর সংসদের অধিবেশন শুরু হলে। কারণ স্পিকার ওম বিড়লা এদিন দুপুর দু’টোর পর সংসদ অধিবেশন শুরু হলে মহুয়ার বিষয়ে এথিক্স কমিটির রিপোর্ট নিয়ে তাঁর সিদ্ধান্ত সংসদে জানাবেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!