Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • ডিসেম্বর ৮, ২০২৩

লোকসভায় এথিক্স কমিটির রিপোর্ট পেশ । সংসদে তুমুল হট্টগোলে ২টো পর্যন্ত অধিবেশন স্থগিত । “ওরা বস্ত্রহরণ শুরু করেছে, এবার মহাভারতের যুদ্ধ হবে” প্রতিক্রিয়া মহুয়ার

আরম্ভ ওয়েব ডেস্ক
লোকসভায় এথিক্স কমিটির রিপোর্ট পেশ । সংসদে তুমুল হট্টগোলে ২টো পর্যন্ত অধিবেশন স্থগিত । “ওরা বস্ত্রহরণ শুরু করেছে, এবার মহাভারতের যুদ্ধ হবে” প্রতিক্রিয়া মহুয়ার

“টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন” বিতর্কে সাংসদ মহুয়া মৈত্রের ভূমিকা প্রসঙ্গে শুক্রবার সিদ্ধান্ত নেওয়া হবে লোকসভায়। এই সংক্রান্ত রিপোর্ট জমা দিয়েছে এথিক্স কমিটি। সেই রিপোর্ট নিয়ে লোকসভা কোন পথে এগোবে, তা স্পিকার ঠিক করবেন। মহুয়ার সাংসদ পদ থাকবে, না তা খারিজ করে দেওয়া হবে, তা-ও চূড়ান্ত হয়ে যেতে পারে শুক্রবারই। এথিক্স কমিটির রিপোর্ট এদিন লোকসভায় জমা পড়ার পর তুমুল শোরগোল শুরু হয়। হইচইয়ের মাঝে সভা মুলতুবি করে দেওয়া হয়। দুপুর ২টো পর্যন্ত সংসদের অধিবেশন মুলতুবি রাখা হয়েছে। এদিন বেলা ১২টার পর রিপোর্ট জমা পড়েছে।

এদিকে শুক্রবার লোকসভায় প্রবেশের আগে মহুয়া মৈত্রকে যথেষ্ট দৃঢ় দেখাচ্ছিল। সাংবাদিকরা তাঁকে দেখেই প্রশ্ন করেন, ম্যাডাম আজ আপনাকে খুব খুশি লাগছে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মহুয়া বলেন, ‘‘আমাদের বাংলায় একটা কবিতা আছে কাজী নজরুল ইসলামের। “অসত্যের কাছে কভু নত নাহি কর শির, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর।” নজরুলের কবিতার এই দুই পংক্তি হিন্দিতে অনুবাদ করেও শোনান মহুয়া। তার পর বলেন, “এঁরা বস্ত্রহরণ শুরু করেছে। এ বার আপনারা মহাভারতের যুদ্ধ দেখতে পাবেন।দেখুন কি হয়, মা দূর্গা এসে গেছে।”

শুক্রবার কলসভায় এথিক্স কমিটির রিপোর্ট জমা পড়ার কথা ছিল বেলা ১২টায়, সেই রিপোর্ট জমা পড়েছে। তবে তার আগেই মহুয়া লোকসভায় পৌঁছেছেন তাঁর নিজস্ব পরিচিত মেজাজেই। তিনি যে চূড়ান্ত আত্মবিশ্বাসী সেই বিষয়টিও তাঁর কথায় প্রকাশ পেয়েছে। তিনি বলেছেন, “মা দূর্গা এসেছে, কি হবে দেখে নেবেন।”

শুক্রবার সংসদের শীতকালীন অধিবেশনের কার্যবিবরণীতে মহুয়া ইস্যুর উল্লেখও রয়েছে। সরকার পক্ষ চাইছে আধ ঘণ্টায় বিষয়টির নিষ্পত্তি করতে, বৃহস্পতিবার সে কথা স্পিকার ওম বিরল জানিয়ে দিয়েছেন বলে তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন। তবে তৃণমূলের দাবি, ওই প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে। ইন্ডিয়া জোটের সব শরিকও এই ইস্যুতে বিস্তারিত আলোচনা চেয়ে শাসকদলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। তাছাড়া মহুয়াকেও এথিক্স কমিটির রিপোর্ট নিয়ে বলতে দেওয়া উচিত বলেও ইন্ডিয়া জোটের শরিকরা দাবি জানিয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!