Advertisement
  • দে । শ
  • অক্টোবর ২৭, ২০২৩

টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন : মহুয়াকে তলব করল এথিক্স কমিটি

আরম্ভ ওয়েব ডেস্ক
টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন : মহুয়াকে তলব  করল এথিক্স কমিটি

টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন মামলায় এবার তৃণমূলের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রর বক্তব্য নথিবদ্ধ করার জন্য ৩১ অক্টোবর সকাল ১১টায় মহুয়া মৈত্রকে তলব করেছে লোকসভার এথিক্স কমিটি। সূত্রের দাবি, মহুয়া মৈত্রর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি অত্যন্ত গুরুতর বলে মনে হয়েছে এথিক্স কমিটির সদস্যদের। তবে, প্যানেলের বিরোধী দলের সাংসদরা বলেছেন, সাংসদদের তাঁদের সুবিধমতো সময়ে ডাকা উচিত।

বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং সুপ্রিম কোর্টের আইনজীবী জয় অনন্ত দেহদ্রাইকে, তাদের বক্তব্য নথিবদ্ধ করার জন্য ডেকেছিল এথিক্স কমিটি। এক শিল্পপতির কাছ থেকে নগদ এবং অন্যান্য মূল্যবান উপহার গ্রহণের বিনিময়ে ওই শিল্পপতির স্বার্থে সংসদে প্রশ্ন করেছেন মহুয়া মৈত্র, এমনই অভিযোগ মহুয়ার বিরুদ্ধে করেছেন নিশিকান্ত দুবে এবং আইনজীবী ও মহুয়ার প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেহদ্রাই।

বৃহস্পতিবার নিশিকান্ত ও জয় অনন্তর কাছে বেশ কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছেন এথিক্স কমিটির সদস্যরা। মূল অভিযোগকারী, জয় অনন্ত দেহদ্রাইকে বিস্তারিত জেরা করেছে কমিটির সদস্যরা। সূত্রের খবর, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকে কমিটির সদস্যরা জিজ্ঞাসা করেন, মহুয়া মৈত্রর সঙ্গে তাঁর আগের বিবাদের জেরেই কি তিনি এই অভিযোগ করছেন? মহুয়া মৈত্র তাঁর বিরুদ্ধে জাল ডিগ্রির অভিযোগ আনায় কি তিনি পাল্টা এই অভিযোগ করেছেন? প্রসঙ্গত, অতীতে সংসদের মধ্যেই বিজেপি সাংসদের ডিগ্রি সংক্রান্ত তথ্য ভুল বলে অভিযোগ করেছিলেন মহুয়া মৈত্র। বেশ কয়েকবার নিশিকান্ত দুবের আসল শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ল করেছেন মহুয়া মৈত্র।

আইনজীবী জয় অনন্ত দেহদ্রাই একসময় মহুয়া মৈত্রর বন্ধু ছিলেন। কিন্তু, পরবর্তী সময়ে দুজনের বন্ধুত্বে ভাঙন ধরে। এরপরই, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকে একটি চিঠি লিখে ওই আইনজীবী জানান, শিল্পপতি দর্শন হিরানন্দানির থেকে অর্থ এবং দামি দামি উপহার নিয়ে হিরানন্দানির সাজিয়ে দেওয়া প্রশ্ন সংসদে করতেন মহুয়া। নিজের সংসদীয় ইমেইল অ্যাকাউন্টও নাকি ওই ব্যবসায়ীকে দিয়ে দিয়েছিলেন তৃণমূল সাংসদ। বিষয়টি চিঠি লিখে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে জানিয়ে মহুয়ার বিরুদ্ধে তদন্ত দাবি করেছিলেন নিশিকান্ত দুবে। ওম বিড়লা তদন্তের ভার দেন এথিক্স কমিটিকে। এদিন, নিশিকান্ত দুবে এবং জয় অনন্ত দেহদ্রাইকে তলব করে জিজ্ঞাসাবাদ রেকর্ড করে এথিক্স কমিটি। ৩১ অক্টোবর এথিক্স কমিটি ডাকল মহুয়া মৈত্রকে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!