- মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ২০, ২০২৪
দুরন্ত ম্যানুয়েল ন্যুয়ের, হাঙ্গেরিকে হারিয়ে নক আউটে জার্মানি
ঘরের মাঠে ইউরো কাপে অপ্রতিরোধ্য জার্মানি। প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ৫–১ গোলে উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচেও জয়। হাঙ্গেরিকে ২–০ ব্যবধানে হারিয়ে গ্রুপ ‘এ’ থেকে প্রথম দল হিসেবে নক আউট পর্বে পৌঁছে গেল জার্মানরা। জার্মানির হয়ে গোল দুটি করেন জামাল মুসিয়ালা ও ইলকাই গুন্ডোগান। অন্যম্যাচে, আলবেনিয়ার সঙ্গে ২–২ গোলে ড্র করে সমস্যায় ক্রোয়েশিয়া।
প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে একতরফা খেলে জয় এসেছিল জার্মানির। এদিন হাঙ্গেরির বিরুদ্ধে নিরঙ্কুশ আধিপত্য দেখাতে না পারলেও পুরো ম্যাচে দাপট ছিল নাগলসম্যানের দলের। দারুণ ফুটবল উপহার দেন অ্যাটাকিং মিডিও জামাল মুসিয়ালা। তাঁর গোলেই এগিয়ে যায় জার্মানি। যদিও ম্যাচের শুরুতে দু–দুবার এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল হাঙ্গেরির সামনে। প্রথম মিনিটেই গোলকিপার ম্যানুয়েল ন্যুয়েরের দক্ষতায় বেঁচে যায় জার্মানি। ৬ মিনিটে আবার গোলের সুযোগ আসে হাঙ্গেরির সামনে। সেবারও বাধা হয়ে দাঁড়ান ন্যুয়ের।
এরপরই খেলায় ফেরে জার্মানি। ১১ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। হাঙ্গেরি গোলকিপারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন কাই হাভার্টজ। ২২ মিনিটে হাঙ্গেরির রক্ষণের ভুলে এগিয়ে যায় জার্মানি। গোল করেন জামাল মুসিয়ালা। মিনিট চারেক পর সমতা ফেরানোর সুযোগ এসেছিল হাঙ্গেরির সামনে। ডোমিনিক সোবোসলাইয়ের দুর্দান্ত ফ্রিকিক অসাধারণ দক্ষতায় বাঁচান ন্যুয়ের। প্রথমার্ধের ইনজুরি সময়ে জার্মানির জালে হাঙ্গেরি বল ঠেললেও অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।
দ্বিতীয়ার্ধেও ম্যাচের ওপর নিয়ন্ত্রণ ছিল জার্মানির। হাঙ্গেরির চেষ্টা করছিল প্রতিআক্রমণে উঠে গোল তুলে নেওয়ার। ম্যাচের ৬০ মিনিটে সুযোগও পেয়েছিল। কাজে লাগাতে পারেনি। ৬৭ মিনিটে জার্মানির জয় নিশ্চিত করেন অধিনায়ক ইলকাই গুন্দোগান। ২ গোলে পিছিয়ে পড়ে আর ম্যাচে ফিরতে পারেনি হাঙ্গেরি। পরপর দুটি ম্যাচ জিতে নক আউটে পৌঁছে যায় জার্মানি। গ্রুপের অন্য ম্যাচে স্কটল্যান্ডের সঙ্গে ১–১ গোলে ড্র করেছে সুইজারল্যান্ড।
‘বি’ গ্রুপে আলবেনিয়ার কাছে আটকে গিয়ে বিপাকে ক্রোয়েশিয়া। ১১ মিনিটে আলবেনিয়াকে এগিয়ে দেন কোয়াজিম লাসি। প্রথমার্ধে ১–০ ব্যবধানেই এগিয়ে ছিল আলবেনিয়া। ম্যাচের ৭৪ মিনিটে সমতা ফেরান আন্দ্রে ক্রামারিচ। ২ মিনিট পরেই ক্লাউস জাসুলার আত্মঘাতী গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। ম্যাচের ইনজুরি সময়ে ভুলের প্রায়াশ্চিত্য করেন জাসুলা। তাঁর গোলেই সমতা ফেরায় আলবেনিয়া।
❤ Support Us