- মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ২৪, ২০২৪
ইনজুরি সময়ে গোল করে জার্মানির হার বাঁচালেন পরিবর্ত হিসেবে মাঠে নামা ফুলক্রুগ

চলতি ইউরো কাপে দারুণ শুরু করেছিল জার্মানি। প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়েছিল ৫–১ ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে হাঙ্গেরিকে ২–০ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছে গিয়েছিল। গ্রুপ লিগের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের বিরুদ্ধে কোনও রকমে হার বাঁচাল জার্মানি। ম্যাচের ইনজুরি সময়ে গোল করে দলকে বাঁচালেন ফুলক্রুগ।
জার্মানিকে রীতিমতো চ্যালেঞ্জের সামনে ফেলে দিয়েছিল সুইজারল্যান্ড। হাভার্টজ, গুন্ডোগানদের আটকাতে রক্ষণের জাল বিছিয়েছিল সুইসরা। সুইসদের রক্ষণব্যুহ ভেদ করে গোল করা কঠিন হয়ে দাঁনিয়েছিল জার্মানদের কাছে। তার মধ্যেই বেশ কয়েকটা সুযোগ তৈরি করেছিলেন হাভার্টজ, গুন্দোগানরা। ৩ মিনিটেই হাভার্টজের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ১১ মিনিটে দুরন্ত শট নিয়েছিলেন গুন্ডোগান। বল অল্পের জন্য পোস্টের পাস দিয়ে বেরিয়ে যায়। ১৭ মিনিটে রবার্ট অ্যান্ডরিচ সুইজারল্যান্ডের জালে বল পাঠালেও রেফারি ভার–এর সাহায্য নিয়ে ফাউলের জন্য বাতিল করে দেন।
২৮ মিনিটে মুসিয়ালার ভুলে এগিয়ে যায় সুইজারল্যান্ড। মুসিয়ালার ভুল পাস থেকে বল পান রাইডান। পাস বাড়ান ফ্রিউলারকে। তাঁর সেন্টারে দুরন্ত ভলিতে গোল করেন ড্যান এনডয়ে। সমতা ফেরানোর জন্য দ্বিতীয়ার্ধে ঝড় তোলে জার্মানি। একের পর এক আক্রমণ তুলে নিয়ে এসেও গোল পাচ্ছিল না। ৭৫ মিনিটে মুসিয়ালাকে তুলে ফুলক্রুগকে নামান জার্মান কোচ নাগলসম্যান। ইনজুরি সময়ের ২ মিনিটের মাথায় ডেভিড রুয়ামের সেন্টার থেকে হেডে গোল করে জার্মানির মান বাঁচান ফুলক্রুগ।
গ্রুপের অন্যম্যাচে, স্কটল্যান্ডকে ১–০ ব্যবধানে হারিয়েছে হাঙ্গেরি। ম্যাচের ইনজুরি সময়ের শেষ মিনিটে জয়সূচক গোলটি করেন সোবোথ।
❤ Support Us