Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ১, ২০২৩

রাজস্থানে গণনাকেন্দ্র থেকে ইভিএম উধাও ! জোধপুরে সাসপেন্ড নির্বাচনী আধিকারিক

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজস্থানে গণনাকেন্দ্র থেকে ইভিএম উধাও ! জোধপুরে সাসপেন্ড নির্বাচনী আধিকারিক

রাজস্থান বিধানসভা নির্বাচনের ভোট গণনার আগেই বৈদ্যুতিন ভোটযন্ত্র বা ইভিএম উধাও। আর এই ঘটনায় উত্তেজনা ছড়াল রাজস্থানের জোধপুরে। এই ঘটনার জেরে জেলার ভারপ্রাপ্ত নির্বাচনী আধিকারিককে সাসপেন্ড করেছে জাতীয় নির্বাচন কমিশন। ইভিএম উধাওয়ের ঘটনা চক্রান্ত হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছে কংগ্রেস।

রাজস্থানে বিধানসভা নির্বাচন হয়েছে গত ২৫ নভেম্বর। প্রশাসনিক সূত্রে জানা গেছে, ভোটের ঠিক পরের দিন একটি ইভিএমের কন্ট্রোল ইউনিট উধাও হয়ে যায়। তবে ওই ইভিএমটি ভোটে ব্যবহার করা হয়নি বলে জানা গেছে। জেলা নির্বাচনী আধিকারিক পঙ্কজ জাখরের গাড়িতে রাখা ছিল ওই ইভিএমটি। ওই গাড়ি থেকেই ইভিএমটি খোয়া যায়। ঘটনার জেরে ভারতীয় দণ্ডবিধির ৩৭৯ (চুরি) ধারায় একটি এফআইআর দায়ের করেছে পুলিশ। নির্বাচনী বিধি মেনে কমিশন সাসপেন্ড করেছে পঙ্কজ জাখরকে।

আশির দশক থেকে ধারাবাহিক ভাবে পাঁচ বছর অন্তর সরকার বদলের প্রথা মেনে চলা রাজস্থানে সত্যিই যদি মুখ্যমন্ত্রী অশোক গহলৌত দ্বিতীয় দফায় কংগ্রেসকে ক্ষমতায় ফেরাতে পারেন, তা হলে লোকসভা ভোটের আগে তা বিজেপির কাছে বড় ধাক্কা হবে বলে মনে করা হচ্ছে।

রাজস্থানে কংগ্রেস-বিজেপির কড়া টক্করের ইঙ্গিত পাওয়া গেছে অধিকাংশ বুথফেরত সমীক্ষায়। সেখানে এ বার ২০০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ভোট হয়েছিল ১৯৯টিতে। কংগ্রেস প্রার্থীর মৃত্যুর কারণে রাজস্থানের একটি আসনে ভোট স্থগিত হয়ে যায়। একাধিক বুথফেরত সমীক্ষার ইঙ্গিত ২০১৮-এর মতোই এ বারও রাজস্থানে সরকার গঠনে নির্ণায়কের ভূমিকা নিতে পারেন নির্দল এবং অঞ্চলকে দলগুলির বিধায়কেরা। তবে মরু রাজ্যে কি হতে চলেছে তার জন্য অপেক্ষা করতে হবে আগামী রবিবার, ৩ ডিসেম্বর পর্যন্ত। ওই দিন রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলঙ্গানা, মিজোরামে ভোটগণনা হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!