শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
ক্ষমতার দ্বন্দ্বের টানাপোড়েনে উত্তপ্ত ব্রাজিল। রাজধানী ব্রাসিলিয়ায় রাষ্ট্রপতি ভবন সহ অন্যান্য জায়গায় আক্রমণ চালালেন প্রাক্তন রাষ্ট্রপতির সমর্থকরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা ব্রাজিলের এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।
রবিবার ব্রাজিলের বর্তমান রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা বন্যা পরিস্থিতি পরিদর্শনে সাও পাওলোর আরারাকোয়ারা শহরে গিয়েছিলেন। সেই সময় প্রাক্তন রাষ্ট্রপ্রধান জইর বলসোনারোর সমর্থকরা হামলা চালায় সে দেশের কংগ্রেস, প্রেসিডেন্ট প্যালেস ও সুপ্রিম কোর্টের উপরে। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে ব্রাসিলিয়ার একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় ভাঙচুর চালান। দেশের চরম দক্ষিণপন্থী বলসোনারো সমর্থকদের এই হামলাকে ফ্যাসিস্ট আক্রমণের সঙ্গে তুলনা করেছেন রাষ্ট্রপতি লুলা। দোষীদের চিহ্নিত করে এই হামলাকারীদের বিরুদ্ধে প্রশাসন কড়া পদক্ষেপ নেবে বলে জানান তিনি।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হামলার নানা ভিডিয়ো। দেখা গিয়েছে, চরম ডানপন্থী সমর্থকরা কংগ্রেস বিল্ডিংয়ের ছাদে উঠে চিৎকার করে স্লোগান দিচ্ছেন। সামরিক অভ্যুত্থানের দাবিতে ব্যানারও লাগানো হয়। অপর একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, কংগ্রেস বিল্ডিংয়ের দরজা, জানালা ভাঙছে বিক্ষোভকারীরা, স্পিকারের ডায়াসকে স্লিপ হিসাবে চড়ছেন। আইনসভার সদস্যদের নামে অশালীন মন্তব্য ও স্লোগান দিতেও দেখা যায় তাদের। অন্যদিকে, বাইরেও চলে ভাঙচুর। পুলিশকর্মীদের ঘোড়া থেকে টেনে হিঁচড়ে নামানো ও মারধর করার ভিডিয়োও দেখা গিয়েছে।
উল্লেখ্য, গত অক্টোবরে নির্বাচনে জিতে ক্ষমতাসীন হল ব্রাজিলের বামপন্থী দলের সদস্য লুলা। সেই সময় গণতান্ত্রিক ভাবে অনুষ্ঠিত নির্বাচনের বিরুদ্ধে ভোট গণনায় কারচুপির অভিযোগ এনেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি বলসানরো। এরপরই থেকেই বলসোনারোর সমর্থকরা ব্রাজিলের বিভিন্ন সেনাঘাঁটির বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন সামরিক অভ্যুত্থানের দাবিতে। রাজনৈতিক পর্যবেক্ষকরা জানাচ্ছেন রবিবারের ঘটনা ২ বছর আগে ট্রাম্পের নির্বাচনের কথা মনে করিয়ে দেয়। আমেরিকার রাজধানীতে ২০২১ সালের ৬ জানুয়ারি এ ভাবেই হামলা চালিয়েছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা। তবে তারপরও আমেরিকা রাজনীতিতে স্থিতাবস্থা ফিরেছে। কিন্তু ব্রাজিলের পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সে নিয়ে এখনই কোনো সদুত্তর দিতে নারাজ তাঁরা।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34