Advertisement
  • এই মুহূর্তে
  • সেপ্টেম্বর ৫, ২০২২

পথ দুর্ঘটনায় প্রয়াত হলেন, প্রাক্তন টাটা চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি.

রবিবার পালঘর হাইওয়েতে পথ দুর্ঘটনায় মারা গেলেন টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি।

আরম্ভ ওয়েব ডেস্ক
পথ দুর্ঘটনায় প্রয়াত হলেন, প্রাক্তন টাটা চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি.

চিত্র সংগৃহীত

রবিবার পালঘর হাইওয়েতে পথ দুর্ঘটনায় মারা গেলেন টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি। পালঘরের পলিশ সূত্রে জানা গেছে, পালঘরের চারোটিতে সূর্য নদীর উপর এই ঘটনা ঘটেছে। আহমেদাবাদ থেকে মুম্বাই ফেরার পথে একটি ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে সাইরাসের গাড়ি। দুর্ঘটনায় প্রাণ হারান সাইরাস এবং আরও দুই জন আহত হন। গুজরাটের একটি হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে আহতদের।

একটি ধূসর রঙ্গের মার্সিডিস গাড়িতে করে মুম্বাই ফিরছিলেন সাইরাস। তাঁর সঙ্গে গাড়িতে ছিলেন আরও তিন সহযাত্রী। শিল্পপতি দারিয়াস পান্ডলে, তাঁর স্ত্রী অনাহিতা পান্ডলে ও দারিয়াসের আত্মীয় জাহাঙ্গির পান্ডলে। গাড়িটি চালাচ্ছিলেন অনাহিতা পান্ডলে। সাইরাস মিস্ত্রি ও জাহাঙ্গির পান্ডলে পিছনের সিটে বসে ছিলেন। মাঝপথেই ঘটে দুর্ঘটনা। দুপুর ৩ টে ১৫ মিনিট থেকে ৩ টে ৩০ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে। মুম্বাই থেকে ১৩৫ কিমি দূরে পালঘরের চারোটি এলাকার ডিভাইডারে গিয়ে ধাক্কা খায় সাইরাসের মার্সিডিস। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাইরাস এবং জাহাঙ্গিরের। আহত হন দারিয়াস ও অনাহিতা। তাঁদের গুজরাটের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মাত্র ৫৪ বছর বয়সে প্রাণ হারালন টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি।

সাইরাসের মৃত্যুর খবর রব তোলে গোঁটা দেশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানালেন, শ্রী সাইরাস মিস্ত্রির অকালমৃত্যু খুবই মর্মান্তিক। খুবই দক্ষ ব্যবসায়ী ছিলেন তিনি। সাইরাসের অকালমৃত্যু বাণিজ্য ও শিল্প জগতের জন্য এক বড়ো ক্ষতি।

২০০৬ সালে টাটা বোর্ডে যোগ দান করেছিলেন সাইরাস মিস্ত্রি। বিখ্যাত ব্যবসায়ী পালোনজি মিস্ত্রির পুত্র সাইরাস মিস্ত্রি। ২০১৩ সালে টাটা সন্স গ্রুপের চেয়ারম্যান হন সাইরাস। ২০১৬ সালে ২৪ অক্টোবর টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাকে।


❤ Support Us
error: Content is protected !!