- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- জানুয়ারি ১৪, ২০২২
প্রদর্শনীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন।সন্ধ্যার গানে মুখরিত ঢাকার জাদুঘর।
পাকিস্তানের জেল থেকে মুক্ত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ছবি নিয়ে বিশেষ প্রদর্শনী শুরু হল বাংলাদেশর মুক্তিযুদ্ধ জাদুঘরে । চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত । প্রদর্শনীর সূচনা করলেন সাংসদ ও মুক্তিযোদ্ধা মতিয়া চৌধুরী।
প্রদর্শনীতে রয়েছে ২৫টি আলোকচিত্র, ১৮টি ম্যাগাজিন ও পত্রিকা, একটি ডকুমেন্টারি, একটি ভিডিও চিত্র ও একটি গান ।মূল ফটক দিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রবেশের পর প্রথমেই বাঁ দিকের একটি গ্যালারি সামনে পড়ে । সেখানেই রয়েছে ১৯৭১ সালের ১৩ আগস্ট সকালে কলকাতার বাংলাদেশ মিশনের সামনে বঙ্গবন্ধুকে হত্যা বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ এবং বাংলাদেশ লিবারেশন কাউন্সিল অফ ইন্টেলিজেনসিয়ার প্রামাণ্য আলোকচিত্র । গ্যালারির বিপরীত দিকে ১৯৭২ সালের ৩ জানুয়ারি ইংরেজি দৈনিক মর্নিং নিউজে ‘বঙ্গবন্ধুর শর্তহীন মুক্তি ঘোষণা’ শীর্ষক একটি প্রতিবেদন ।নিউইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত একটি ছবিতে দেখা যাচ্ছে ১৯৭২ সালের ৯ জানুয়ারি যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী অ্যাডওয়ার্ড হিথ বঙ্গবন্ধুর জন্য গাড়ির দরজা খুলে দিচ্ছেন । সেখানেই রয়েছে বাংলাদেশ অবজারভার পত্রিকার প্রতিবেদনের কপি ‘মুজিব স্পিকস ফ্রম লন্ডন: আই অ্যাম অ্যালাইভ অ্যান্ড ওয়েল’।১৯৭২ সালের ১০ জানুয়ারি বাংলাদেশ ফিরলেন বঙ্গবন্ধু । তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের গৌরবময় ছবিটিও জ্বলজ্বল করছে ।
সারাক্ষণ বাজবে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান ‘বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়/ তুমি আজ ঘরে ঘরে এতো খুশী তাই’।প্রদর্শনী উদ্বোধন করতে গিয়ে মতিয়া চৌধুরী বলেছেন, বিশ্ব মহামারির ভেতর দিয়ে যাচ্ছে । তা না হলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের এই প্রদর্শনী আরও বড় পরিসরে, আরও প্রাণবন্তভাবে উদযাপিত হত ।
❤ Support Us