Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • জানুয়ারি ১৪, ২০২২

প্রদর্শনীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন।সন্ধ্যার গানে মুখরিত ঢাকার জাদুঘর।

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রদর্শনীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন।সন্ধ্যার গানে মুখরিত ঢাকার জাদুঘর।

পাকিস্তানের জেল থেকে মুক্ত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ছবি নিয়ে বিশেষ প্রদর্শনী শুরু হল বাংলাদেশর মুক্তিযুদ্ধ জাদুঘরে । চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত । প্রদর্শনীর সূচনা করলেন সাংসদ ও মুক্তিযোদ্ধা মতিয়া চৌধুরী।
প্রদর্শনীতে রয়েছে ২৫টি আলোকচিত্র, ১৮টি ম্যাগাজিন ও পত্রিকা, একটি ডকুমেন্টারি, একটি ভিডিও চিত্র ও একটি গান ।মূল ফটক দিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রবেশের পর প্রথমেই বাঁ দিকের একটি গ্যালারি সামনে পড়ে । সেখানেই রয়েছে ১৯৭১ সালের ১৩ আগস্ট সকালে কলকাতার বাংলাদেশ মিশনের সামনে বঙ্গবন্ধুকে হত্যা বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ এবং বাংলাদেশ লিবারেশন কাউন্সিল অফ ইন্টেলিজেনসিয়ার প্রামাণ্য আলোকচিত্র । গ্যালারির বিপরীত দিকে ১৯৭২ সালের ৩ জানুয়ারি ইংরেজি দৈনিক মর্নিং নিউজে ‘বঙ্গবন্ধুর শর্তহীন মুক্তি ঘোষণা’ শীর্ষক একটি প্রতিবেদন ।

নিউইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত একটি ছবিতে দেখা যাচ্ছে ১৯৭২ সালের ৯ জানুয়ারি যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী অ্যাডওয়ার্ড হিথ বঙ্গবন্ধুর জন্য গাড়ির দরজা খুলে দিচ্ছেন । সেখানেই রয়েছে বাংলাদেশ অবজারভার পত্রিকার প্রতিবেদনের কপি ‘মুজিব স্পিকস ফ্রম লন্ডন: আই অ্যাম অ্যালাইভ অ্যান্ড ওয়েল’।১৯৭২ সালের ১০ জানুয়ারি বাংলাদেশ ফিরলেন বঙ্গবন্ধু । তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের গৌরবময় ছবিটিও জ্বলজ্বল করছে ।
সারাক্ষণ বাজবে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান ‘বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়/ তুমি আজ ঘরে ঘরে এতো খুশী তাই’।

প্রদর্শনী উদ্বোধন করতে গিয়ে মতিয়া চৌধুরী বলেছেন, বিশ্ব মহামারির ভেতর দিয়ে যাচ্ছে । তা না হলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের এই প্রদর্শনী আরও বড় পরিসরে, আরও প্রাণবন্তভাবে উদযাপিত হত ।

 


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!