Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১৯, ২০২৩

আদানির শেয়ার কারচুপি প্রমান মেলেনি প্রাথমিক তদন্তে, সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা বিশেষজ্ঞ কমিটির

আরম্ভ ওয়েব ডেস্ক
আদানির শেয়ার কারচুপি প্রমান মেলেনি প্রাথমিক তদন্তে, সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা বিশেষজ্ঞ কমিটির

কিছুটা স্বস্তিতে আদানি গোষ্ঠী। সুপ্রিম কোর্ট নিযুক্ত বিশেষজ্ঞ কমিটি তাঁদের প্রতিবেদনে জানিয়েছে, প্রাথমিকভাবে শেয়ারের দামে কারচুপির কোনো প্রমাণ মেলেনি। এমনকি বাজার নিয়ামক সংস্থা সেবির ব্যর্থতাও প্রমাণিত নয়। তাই আদানি দের বিরুদ্ধে এখনই কোনো ব্যবস্থা নেওয়ার সময় আসেনি।

বিশেষজ্ঞদের কমিটি আরো জানিয়েছে, বিনিয়োগকারীদের ক্ষতি হয় এমন কোনো পদক্ষেপ আদানিরা নেয়নি। বরং তাঁদের স্বস্তি দিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। যে সমস্ত ব্যবস্থা তাঁরা গ্রহণ করেছেন,তাতে তাঁদের বাজারের হাল পূর্বের তুলনায় আরো ভালো হয়েছে। কমিটির প্রস্তাব , বাজার নিয়ন্ত্রণে কার্যকরী নীতি গ্রহণ প্রয়োজন যা সেবির আইনগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। এখানে বলা প্রয়োজন ১৪ আগষ্টের মধ্যে সেবিকে তার অনুসন্ধানের প্রতিবেদন আদালতে জমা দিতে বলেছে দেশের সর্বোচ্চ আদালত। কোর্ট নিযুক্ত কমিটির প্রতিবেদন পেশ করার পর সেবির তদন্ত নিয়েও আর কোনো প্রশ্ন থাকল না।

জানুয়ারি মাসে আমেরিকান লগ্নি গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ গৌতম আদানির সংস্থার বিরুদ্ধে কারচুপি করে শেয়ারের দাম বাড়ানো এবং কর ফাঁকি-সহ  নানাধরনের অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগ আনে। পরে এ ব্যাপারে একটি রিপোর্ট সামনে আসে।  তার প্রতিক্রিয়ায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ অর্থনীতিতে আদানি-কাণ্ডের খতিয়ে দেখার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের প্রস্তাব দেয়। কেন্দ্র তাতে সম্মতি দেয় এবং বিশেষজ্ঞ কমিটি গঠিত হয়।তার প্রাথমিক তদন্ত আদানিরা দোষমুক্ত হলেও এখনো সেবির তদন্ত শেষ হয়নি।তাই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ এখনই সম্ভব নয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!