Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১১, ২০২৩

মিলানে গাড়ি বিস্ফোরণ, আহত ১।দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

আরম্ভ ওয়েব ডেস্ক
মিলানে গাড়ি বিস্ফোরণ, আহত ১।দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

মিলানে ভয়াবহ  বিস্ফোরণ।সংবাদসংস্থার খবর,   শহরের একটি অভিজাত এলাকায়  একটি গাড়িতে বোমা ফেটে আগুন ধরে যায়  পরে তা অন্যত্র ছড়িয়ে পড়ে।ঘটনায় গাড়ির  চালক আহত হয়েছেন। মৃত্যুর খবর আপাতত নেই। অগ্নিকাণ্ডের ঘটনায় সমগ্র এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।পথচারীরা নিরাপদ আশ্রয়ের সন্ধানে ইতস্তত বিক্ষিপ্তভাবে ছুটে বেড়াচ্ছেন। চোখে-মুখে আতঙ্কের বিভীষিকা। ঘটেছে বলে ওই সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে।
শহরের মেয়র জানিয়েছেন, অক্সিজেন সিলিণ্ডার সহ একটি গাড়ি  থেকে এ বিপত্তি ঘটেছে। তিনি বলেছেন,  গাড়ি চালানোর সময় ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায়।  গাড়িচালক  অক্সিজেন সিলিণ্ডার জাপটে ধরে  ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও শেষ রক্ষা করতে পারেননি। আচমকা বিস্ফোরণে গাড়ি থেকে ছিটকে পড়েন তিনি। পুড়ে যায় শরীরের খানিকটা অংশ।  দাউ দাউ করে জ্বলতে থাকে তার গাড়িটি । আর  সে আগুনের  লেলিহান শিখা পুড়িয়ে দেয় আরো বেশ কিছু যানবাহন। সমগ্র এলাকায় ছড়িয়ে পড়ে কালো ধোঁয়া।
খবর পেয়ে দ্রুত ছুটে আসে দমকল বাহিনীর আধিকারিকরা। তাঁদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নেভানো গেছে। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, পাঁচটি গাড়ির আগুন নেভানো গেছে। আর কোনো যানবাহনে আগুন লেগেছে কিনা তার খোজ চলছে। প্রশাসন সকলকে শান্ত  থাকতে  পরামর্শ দিচ্ছে। অশান্তি ও উত্তেজনা ঠেকাতে গোটা শহর  পুলিশি নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে। ইতালির সরকারের আশা, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে উঠবে। চেনা  ছন্দে ফিরবে নগরজীবন।

  • Tags:
❤ Support Us
error: Content is protected !!