- এই মুহূর্তে
- ফেব্রুয়ারি ১, ২০২২
অখিলেশের মোকাবিলায় প্রাক্তন এস পি নেতা
সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের বিরুদ্ধে তাঁরই দলের প্রাক্তন নেতা ও সাংসদ সৎপাল সিংহ বাঘেলকে দাঁড় করিয়েছে বিজেপি। তিনি অখিলেশ পরিবারের শক্ত ঘাঁটি কারহাল থেকে মনোনয়ন জমা দিয়েছেন। ২০০৯ সালে, ফিরোজাবাদ থেকে দাঁড়িয়ে অখিলেশের কাছে হেরে যান বাঘেলা । যিনি এখন সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য। এস পি হওয়ার মুখে তিনি কতটা দাঁড়াতে পারবেন, তা নিশ্চিত নয়। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, অখিলেশকে চাপে রাখতেই বাঘেলকে কারহাল থেকে দাঁড় করানো হয়েছে।
❤ Support Us