- বি। দে । শ
- মে ২৮, ২০২৪
রাফায় শরণার্থীশিবিরের হামলাকে ‘মর্মান্তিক দুর্ঘট্না’ বলে ভুল স্বীকার নেতানিয়াহুর

রবিবার রাতে ফিলিস্তিনের গাজার দক্ষিণে রাফায় এক শরণার্থীশিবিরে ইজরায়েলি হামলায় ৪৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২৫০ জন। এই শরণার্থীশিবিরে হামলাকে ‘মর্মান্তিক দুর্ঘট্না’ বলে ভুল স্বীকার করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
রাফার তাল আস–সুলতান এলাকায় তাঁবু দিয়ে তৈরি ওই শরণার্থীশিবিরে অতর্কিতে হামলা চালায় ইজরায়েলি বাহিনী। শরণার্থীশিবিরের তাঁবুগুলিতে আগুন লেগে যায়। অগ্নিদগ্ধ হয়ে অনেকেই মারা গেছে। মৃতদের মধ্যে অধিকাংশই মহিলা, শিশু ও বয়স্ক মানুষ। শরণার্থীশিবিরে হামলা চালানোর ঘটনায় বিশ্বজুড়ে ইজরায়েলের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী এই হামলাকে মর্মান্তিক দুর্ঘট্না বলে উল্লেখ করেছেন। তবে এখনই তাঁর গাজায় অভিযান বন্ধ করার কোন পরিকল্পনা নেই।
দেশের সংসদে দেওয়া এক বিবৃতিতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘রাফা থেকে আমরা ১ মিলিয়ন বাসিন্দাকে সরিয়ে নিয়েছি এবং আমাদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও একটআ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। আমরা এই ঘট্নাটি নিয়ে তদন্ত করছি এবং দ্রুত সিদ্ধান্তে উপনীত হব।’ ইজরায়েলি সামরিক বাহিনী বলেছে যে, তারা হামলার তদন্ত শুরু করেছে। যে দুই হামাস জঙ্গি সম্পর্কে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শরনার্থীশিবিরে এই হামলা চালানো হয়েছিল, তারা নিহত হয়েছে বলে দাবি করেছে ইজরায়েলি সেনাবাহিনী। রাফার শরণার্থীশিবিরে হামলার ঘটনাকে হত্যাযজ্ঞ আখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি এ হামলার ঘটনায় ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে ‘সামর্থ্যের মধ্যে সবকিছু’ করার অঙ্গীকার করেছেন।
শরণার্থীশিবিরে হামলার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘ইজরায়েলকে অভিযান বন্ধ করতে হবে। রাফায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জন্য কোনও নিরাপদ জায়গা নেই।’ ইজরায়েলকে আন্তর্জাতিক আদালতের নির্দেশ মেনে চলার আবেদন জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল। একই কথা শোনা গেছে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবকের মুখেও।
❤ Support Us