Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ১২, ২০২৩

উত্তরকন্যা অভিযানে শুভেন্দুদের পুলিশি বাধা, আদালতের অনুমতি নিয়ে উত্তরকন্যায় প্রবেশ করার হুঁশিয়ারি শুভেন্দুর

আরম্ভ ওয়েব ডেস্ক
উত্তরকন্যা অভিযানে শুভেন্দুদের পুলিশি বাধা, আদালতের অনুমতি নিয়ে উত্তরকন্যায় প্রবেশ করার হুঁশিয়ারি শুভেন্দুর

উত্তরকন্যা অভিযান নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে পুলিশের তুলকালাম। ১৪৪ ধারা জারি আছে এই কারণে পুলিশ শুভেন্দু ও বিজেপি বিধায়ক এবং কর্মীদের উত্তরকন্যায় বাধা দিলে শুভেন্দু অধিকারী রেগে আগুন হয়ে যান। পুলিশের বাধা পেয়ে তিনি বলেন, লজ্জা করে না ডিএ পান না , মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করেন। তবে শেষ পর্যন্ত উত্তরকন্যা যাওয়ার জন্য শুভেন্দু অধিকারীকে আহ্বান জানান উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রধান সচিব অজিত রঞ্জন বর্ধন। শুভেন্দু তাঁর আহ্বানে সারা না দিয়ে বলেন, “আমি উত্তরবঙ্গের সার্কিট বেঞ্চের অনুমতি নিয়ে উত্তরকন্যায় প্রবেশ করব, তখন এই মমতা পুলিশ আমায় স্যালুট করে উত্তরকন্যায় নিয়ে যাবে।”

মূলত উত্তরকন্যায় কাজ হয় কি না সেটা যাচাই করার জন্য শুভেন্দু এদিন দলবন নিয়ে উত্তরকন্যা অভিযানে পথে নেমেছিলেন। তবে পুলিশের বক্তব্য, এভাবে অনুমতি ছাড়া উত্তরকন্যায় কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। তার ফলেই শুভেন্দু ও পুলিশের মধ্যে তীব্র বাদানুবাদ হয়।

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন , “পা-চাটা পুলিশ রয়েছে এখানে। বিধায়কদের ঢুকতে দেবে না। এর বিরুদ্ধে এখানকার বিধায়কদের দিয়েই যা করার করব। মমতা ব্যানার্জি বিয়েবাড়িতে এসেছিলেন ছবি তুলতে… উত্তরকন্যা থেকে কোনও পরিষেবা উত্তরবঙ্গের নয়টি জেলার মানুষ পান না। সচিবালয় কেমন চলছে তা দেখার জন্য এসেছিলাম। কিন্তু পুলিশ ব্যারিকেড করে মহিলা পুলিশদের লাইন করে দাঁড় করিয়ে রেখেছে। এর হিসেব সুদে-আসলে না তুলতে পারলে আমার নাম শুভেন্দু অধিকারী নয়।’’ তিনি আরও বলেন, ‘‘আমরা পুলিশকে বলেছিলাম, আমাদের দু’জন লোকাল বিধায়ককে যাওয়ার অনুমতি দেওয়া হোক। কিন্তু তা-ও দিল না। মমতা ভণ্ডামি প্রকাশ হয়ে যাবে। এ জন্যই ঢুকতে দিল না।’’

এদিকে শুভেন্দু অধিকারী ও বিজেপির বিধায়কদের বিক্ষোভের কথা শুনে উত্তরকন্যা থেকে সোজা বেরিয়ে আসেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রধান সচিব অজিত রঞ্জন বর্ধন। তিনি প্রথমে পুলিশের সঙ্গে কথা বলে পরিস্থিতি সম্পর্কে জেনে নেন। তারপরে শুভেন্দু অধিকারী-সহ অন্যান্য বিধায়কদের সামনে গিয়ে তাঁদের উত্তরকন্যায় আমন্ত্রণ জানান। কিন্তু শুভেন্দু অধিকারী অজিত রঞ্জন বর্ধনকে বলেন, “তাঁদের পুলিশ বাধা দিয়েছে। আদালতের অনুমতি নিয়ে তাঁরা উত্তরকন্যায় প্রবেশ করবেন।” এই বলে শুভেন্দু অধিকারী দলবল নিয়ে সেখান থেকেই ফিরে যান।
অন্য দিকে, উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রধান সচিব অজিত রঞ্জন বর্ধন এই প্রসঙ্গে প্রতিক্রিয়ায় বলেন, “শুভেন্দু অধিকারী আসছেন, এই বিষয়ে আমি জানতাম না। তিনি এসেছেন শুনেই দফতর থেকে বেরিয়ে এলাম। উনি আগে থেকে কিছু জানিয়েও আসেননি। ব্যারিকেড হয়েছে সেটাও আমি জানতাম না।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!